লক্ষ্মীবারে সস্তা হল সোনা, ২২ ও ২৪ ক্যারাট-এর দামে রেকর্ড পতন কলকাতায়

Jan 10, 2020, 12:18 PM IST
1/5

পড়ল সোনার দাম

পড়ল সোনার দাম

দেশজুড়ে সোনার দামে পতন। লক্ষ্মীবারে কলকাতার বাজারেও সস্তা হল সোনা। গত কয়েকদিনে একাধিবার বেড়েছে সোনার দাম। অবশেষে মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। 

2/5

পড়ল সোনার দাম

পড়ল সোনার দাম

১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম কমল ১১৪০ টাকা। বুধবার পর্যন্ত ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৪০,৪৯০। বৃহস্পতিবার সেটাই কম দাঁড়াল ৩৯,৩৫০। 

3/5

পড়ল সোনার দাম

পড়ল সোনার দাম

২৪ ক্যারাট সোনার দাম কমল ১০৩০ টাকা। একদিনেই এতটা কমল সোনার দাম। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম আজ ৪০,৭৫০।

4/5

পড়ল সোনার দাম

পড়ল সোনার দাম

গত বছর জুন মাস থেকে সোনার দাম বাড়তে থাকে। যার ফলে জুলাই মাস থেকে ভারতের বাজারে সোনার চাহিদা কমে যায় ৩০ শতাংশ। তবে ধনতেরাসে সোনা বিক্রি ছিল ভালই। জানিয়েছিলেন ব্যবসায়ীরা। 

5/5

পড়ল সোনার দাম

পড়ল সোনার দাম

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সোনার দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু বাস্তবে হল উল্টো। একদিনেই রেকর্ড পড়ল সোনার দাম। সুখবরই বটে!