Local Train: রেলের বড় আপডেট! উইকেন্ডে বাতিল একগুচ্ছ ট্রেন, জেনে নিন...
Indian Railway: রেলওয়ে ট্র্যাকের ওপর আরসিসি বক্স ও বেস স্ল্যাবের কাজের জন্য শনিবার ও রবিবার সাড়ে ৬ ঘণ্টা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর সিটি জংশন ও লালগোলা সেকশনে।
1/6
ট্রেন বাতিল
2/6
photos
TRENDING NOW
4/6
রবিবার ট্রেন বাতিল
5/6
ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত
৩১৭৭৩ রানাঘাট – লালগোলা প্যাসেঞ্জারটি রেজিনগরে সংক্ষিপ্ত হবে। এবং ৩১৭৭০ লালগোলা – রানাঘাট প্যাসেঞ্জার লালগোলার পরিবর্তে রেজিনগর থেকে সংক্ষিপ্ত হবে৷ ৩১৭৬৯ রানাঘাট-গোলা ইএমইউ প্যাসেঞ্জারটি রেজিনগরে সংক্ষিপ্ত হবে এবং ৩১৭৭৪ লালগোলা–রানাঘাট ইএমইউ যাত্রী লালগোলার পরিবর্তে রেজিনগর থেকে সংক্ষিপ্ত হবে৷ ০৩১১৫ শিয়ালদহ–লালগোলা মেমু পলাশীতে সংক্ষিপ্তভাবে শেষ হবে এবং ০৩১৯৬ লালগোলা – শিয়ালদহ মেমু শর্টটি লালগোলার পরিবর্তে পলাশী থেকে ২.১৫-তে উদ্ভূত হবে। ৩১৮১৯ শিয়ালদহ - কৃষ্ণনগর লোকাল রানাঘাটে সংক্ষিপ্ত হবে এবং ৩১৮৪০ কৃষ্ণনগর - শিয়ালদহ লোকালটি কৃষ্ণনাগার পরিবর্তে রানাঘাট থেকে সংক্ষিপ্ত হবে।
6/6
সূচি বদল
photos