শচীনকর্তার জীবনের এই আশ্চর্য সব ঘটনা আপনি হয়তো আজও জানেন না...

Remembering SD Burman: ১৯০৬ সালের ১ অক্টোবর জন্ম। আজ, রবিবার তাঁর ১১৭তম জন্মবার্ষিকী। তিনি হিন্দি ফিল্ম দুনিয়ার শচীনকর্তা। সারাজীবন অসংখ্য হিট দিয়েছেন। তাঁকে বাদ দিয়ে হিন্দি গানের আলোচনা সম্ভবই নয়।

| Oct 01, 2023, 18:13 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯০৬ সালের ১ অক্টোবর জন্ম। আজ, এই ২০২৩ সালের ১ অক্টোবর তাঁর ১১৭তম জন্মবার্ষিকী। তিনি হিন্দি ফিল্ম দুনিয়ার সম্রাট শচীনকর্তা। সারাজীবন অসংখ্য হিট দিয়েছেন। তাঁকে বাদ দিয়ে হিন্দি গানের আলোচনা সম্ভবই নয়। হিন্দি ফিল্মি গানের দুনিয়ায় তাঁর উপস্থিতি অনস্বীকার্য। আসুন, এমন এক সৃষ্টিশীল মানুষের জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্বন্ধে বিরল কিছু তথ্য:  

1/7

১৯৩২ সালে

শচীনদেব বর্মণের প্রথম রেকর্ড বেরোয় হিন্দুস্থান রেকর্ড থেকে, ১৯৩২ সালে। 

2/7

বেঙ্গল মিউজিক কনফারেন্সে

রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে উদ্বোধন হওয়া বেঙ্গল মিউজিক কনফারেন্সে ঠুংরি গেয়ে গোল্ড মেডেল জিতেছিলেন শচীন, সেটা ছিল ১৯৩৪ সাল।   

3/7

গীতার হাত ধরে...

১৯৪৪ সালে শচীনদেব মুম্বই (বম্বে) আসেন। তবে ঠিকঠাক সাফল্য পেতে তাঁকে তিন বছর অপেক্ষা করতে হয়। ১৯৪৭ সালে 'দো ভাই' ছবিতে গীতা দত্তের গাওয়া 'মেরা সুন্দর সপনা বিত গ্যয়া' শচীনদেবের কেরিয়ারের প্রথম বড় হিট। 

4/7

প্লে-ব্যাকও

শুধু মিউজিক কম্পোজিংয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি শচীনদেব। পাশাপাশি ১৩টি বাংলা ও ১৪টি হিন্দি ছবিতে প্লে ব্যাকও করেন তিনি।

5/7

ত্রিপুরা

শচীনদেব বর্মণ ত্রিপুরার রাজপরিবারের ছেলে ছিলেন। তাঁর বাবা ছিলেন নবদ্বীপচন্দ্র দেব বর্মণ। তাঁর মা-ও ছিলেন রাজপরিবারের মেয়ে। তিনি মণিপুরের মেয়ে। 

6/7

নজরুলের সঙ্গে

কাজী নজরুল ইসলাম ছিলেন শচীনদেবদের আত্মীয়। শচীনদেব নজরুলের চারটি গানও রেকর্ড করেছিলেন। 

7/7

১০০-য় ৭০০!

হিন্দি ও বাংলা মিলিয়ে ১০০টির বেশি ছবিতে প্রায় ৭০০-র মতো গান তিনি তৈরি করেছেন!