‘টুকলি’তে বিশ্ব সেরা চিন। এই ছবিগুলো দেখলে হয়ত এই শিরোনাম নিয়ে কোনও সংশয় থাকবে না। কেন?
2/9
China_2
গোটা প্যারিসকেই নকল করে একটি শহর বানিয়ে ফেলেছে চিন। চিনের তিয়ানদুংচেং-য়ে গেলে মনে হবে আপনি প্যারিসে চলে এসেছেন। চিনারা তো এভাবে দুধের স্বাদ ঘোলে মেটায় প্যারিস ভ্রমণ করে।
photos
TRENDING NOW
3/9
China_3
প্যারিসে যেমন সবচেয়ে উল্লেখযোগ্য মনুমেন্ট আইফেল টাওয়ার, এখানেও অবিকল আইফেল টাওয়ার বানানো হয়েছে। রাতে এই টাওয়ারের মাধুর্য কিন্তু কম নয়।
4/9
China_4
প্রতিদিন এই শহরে পর্যটকদের ভিড় উপচে পড়ে। ১০ হাজার মানুষের বাস এই শহরে জীবনযাপন চলে একেবারে ইউরোপীয় স্টাইলে।
5/9
China_5
চিনের হাংঝাউ প্রদেশের এই শহরকে ইউরোপীয় স্টাইলে সাজানো হয় ২০০৭ সালে। ইউরোপের ভবন, রাস্তাঘাট, সৌধ হুবুহু নকল করে বানানো হয়েছে।
6/9
China_6
প্যারিসের আইফেল টাওয়ারের এক তৃতীয়াংশ উচ্চতা চিনের এই আইফেল টাওয়ারের।
7/9
China_7
৩৫৪ ফুট উচ্চতার চিনা আইফেল টাওয়ারের। যেখানে আসল আইফেল টাওয়ারের উচ্চতা ১০৬৩ ফুট।
8/9
China_8
এই শহর চিনে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে এখন প্রায় ৩০ হাজার মানুষ বাস করে এখানে।
9/9
China_9
তিয়ানদুংচেং-য়ে ইউরোপীয় নানা সৌধের মধ্যে আইফেল টাওয়ারই মূল আকর্ষণ পর্যটকদের।