বাইক স্টান্টে রাজপথে নারীশক্তির জয়গান

Jan 26, 2018, 14:04 PM IST
1/13

Women tole the limelight with their incredibly brave stunts.

৬৯তম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে নারীশক্তির জয়গান।

৬৯তম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে নারীশক্তির জয়গান। 

2/13

SF's women daredevils on motorcycles

রাজপথে প্রথমবার বাইক স্টান্ট দেখালেন দেশের মহিলা জওয়ানরা।

রাজপথে প্রথমবার বাইক স্টান্ট দেখালেন দেশের মহিলা জওয়ানরা।

3/13

10 ASEAN leaders - chief guests for the event

১০ আসিয়ান দেশের রাষ্ট্রপ্রধান দেখলেন ভারতের সাহসীনিদের।

১০ আসিয়ান দেশের রাষ্ট্রপ্রধান দেখলেন ভারতের সাহসীনিদের।

4/13

The squad - named Seema Bhavani - consisted of 113 women soldiers of BSF

সাহসীনিদের।সীমা ভবানী স্কোয়াডে রয়েছেন বিএসএফ-এর ১১৩ জন মহিলা জওয়ান। বিএসএফের বিভিন্ন পদে কর্মরত তাঁরা।

সাহসীনিদের।সীমা ভবানী স্কোয়াডে রয়েছেন বিএসএফ-এর ১১৩ জন মহিলা জওয়ান। বিএসএফের বিভিন্ন পদে কর্মরত তাঁরা। 

5/13

trained on 350cc Royal Enfield bikes to become the first-ever women bikers'

৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড বাইকে রাতদিন এক করে প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা।

৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড বাইকে রাতদিন এক করে প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা।

6/13

Squad Led by Sub-Inspector Stanzin Noryang

এই স্কোয়াডের নেতৃত্বে ছিলেন সাব ইন্সপেক্টর স্ট্যানজিং নোরাং।

এই স্কোয়াডের নেতৃত্বে ছিলেন সাব ইন্সপেক্টর স্ট্যানজিং নোরাং। 

7/13

Sub-Inspector Stanzin Noryang's daring entry

বাইকের উপরে দাঁড়িয়ে তাঁর এন্ট্রিকে কুর্নিশ জানালেন দর্শকরা।

বাইকের উপরে দাঁড়িয়ে তাঁর এন্ট্রিকে কুর্নিশ জানালেন দর্শকরা। 

8/13

women showed just why they are no less than their male counterparts

মহিলারা দেখালেন কোনও অংশে তাঁর পুরুষদের থেকে পিছিয়ে নেই।

মহিলারা দেখালেন কোনও অংশে তাঁর পুরুষদের থেকে পিছিয়ে নেই। 

9/13

Even the dignitaries were visibly impressed

ভারতের মেয়েদের 'ডেয়ারিং' দেখে মুগ্ধ আসিয়ান দেশের রাষ্ট্রনায়করাও

ভারতের মেয়েদের 'ডেয়ারিং' দেখে মুগ্ধ আসিয়ান দেশের রাষ্ট্রনায়করাও 

10/13

standing ovation from a cheering crowd

ভারতের মেয়েদের কেরামতি দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দেন দর্শকরা।

ভারতের মেয়েদের কেরামতি দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দেন দর্শকরা।   

11/13

members of Seema Bhavani as saying that most of them did not even know how to ride bikes

শুনলে চমকে যাবেন, বেশিরভাগ মেয়েই বাইক চালানোই জানতেন না।

শুনলে চমকে যাবেন, বেশিরভাগ মেয়েই বাইক চালানোই জানতেন না। 

12/13

result of careful and dedicated training

কঠোর পরিশ্রমে অসাধ্য সাধন করেছেন তাঁরা।

কঠোর পরিশ্রমে অসাধ্য সাধন করেছেন তাঁরা। 

13/13

consisting of women from every state

ভারতের প্রায় সব রাজ্যের তরুণীরা ছিলেন এই স্কোয়াডে।

পঞ্জাব, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, জম্মু-কাশ্মীর, ছত্তিসগঢ়- ভারতের প্রায় সব রাজ্যের তরুণীরা ছিলেন এই স্কোয়াডে।