মাইনাস ৩০ ডিগ্রিতে জীবন বাজি রেখে তেরঙা উত্তোলন সেনার

Jan 26, 2019, 13:53 PM IST
1/10

সীমান্তে ১৮ হাজার ফিট উচ্চতায় হিমবীরদের প্রজাতন্ত্র দিবস পালন।

2/10

ইন্দো-টিবেটান বর্ডার পুলিস-ই হিমবীর নামে পরিচিত।

3/10

১৮০০০ ফিট উচ্চতায় লাদাখে তেরঙা উত্তোলন করে আইটিবিপি।

4/10

চারদিকে সাদা বরফ। তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ সাদা রঙের জ্যাকেট পরে পতাকা উত্তোলন করে বাহিনী।

5/10

আইটিবিপি-র মহিলা সদস্যরা।

6/10

উত্তরাখণ্ডে ১২ হাজার ফিট উচ্চতায় বরফের মাঝে প্রজাতন্ত্র দিবস পালন আইটিবিপি-র।

7/10

পাশাপাশি, আটারি-ওয়াঘা সীমান্তে পাক সেনার সঙ্গে মিষ্টি বিনিময় ভারতীয় সেনার।

8/10

আটারি-ওয়াঘা সীমান্তে প্রজাতন্ত্র দিবস পালন বিএসএফ-এর।

9/10

প্রজাতন্ত্র দিবসে মিষ্টিমুখ।

10/10

৭০তম প্রজাতন্ত্র দিবসে শিলিগুড়ির ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি সেনার সঙ্গে মিষ্টি বিনিময় বিএসএফ-এর।