বিদায় ব্রিটিশ সুর, মোদীর জমানায় প্রজাতন্ত্র দিবসে রাজপথে 'শঙ্খনাদ'
Jan 25, 2019, 16:06 PM IST
1/9
একের পর এক চমক দিয়েই চলেছেন নরেন্দ্র মোদী। স্বাধীনতার পর প্রথমবার ব্রিটিশ সুর থেকে মুক্তি পেতে চলেছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে।
2/9
ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হলেও এতদিন প্রজাতন্ত্র দিবসে রাজপথে বাহিনীর কুচকাওয়াজে বাজত ব্রিটিশ সুর।
photos
TRENDING NOW
3/9
ব্রিটিশ জমানার সেই প্রথা এবার ভাঙতে চলেছে মোদী সরকার। চলতি বছর প্রজাতন্ত্র দিবসে শোনা যাবে 'শঙ্খনাদ'।
4/9
স্বাধীন ভারতে প্রথমবার ভারতীয় ক্লাসিকাল সংগীত শোনা যাবে প্রজাতন্ত্র দিবসে। বৈরভী, কিরভানি ও বিলাশখানি রাগের সংমিশ্রণ রয়েছে এই সুরে।
5/9
সুরটির সৃষ্টিকর্তা অধ্যাপক তনুজা নভড়ে। বিবেক সোহালের কবিতার উপরে ভিত্তি করে সুরটি বেঁধেছেন তনুজা। ব্রিটিশ টিউন হঠিয়ে এই ভারতীয় সুরটি বাজানোর সিদ্ধান্ত নিয়েছিল মাহার রেজিমেন্ট।
6/9
২০১৭ সালের ডিসেম্বরে অফিসিয়াল মার্শাল টিউন হিসেবে এটি স্বীকৃতি পায়। ২০১৯ সালের ১৫ জানুয়ারি আর্মি ডে-তে সুরটি তুলে ধরেন সেনার ১৪টি ব্যান্ড।