প্রজাতন্ত্র দিবসে রাজপথে প্রথমবার পুরুষদের নেতৃত্ব দিলেন মহিলা অফিসার

Jan 26, 2019, 23:38 PM IST
1/5

অনেক প্রথমের সাক্ষী রইল এদিনের প্রজাতন্ত্র উত্সব। এই প্রথম সেনার ডেয়ারডেভিল স্টান্টে কোনও মহিলার দেখা মিলল।  পুরুষদের বাহিনীর নেতৃত্বে কোনও মহিলা মুখও, এই প্রথম। নব্বই মিনিটের কুচকাওয়াজে এ বছর সবচেয়ে বেশি সংখ্যক মহিলা জওয়ান পা মিলিয়েছেন। যুদ্ধক্ষেত্রে মহিলাদের পাঠানো হয় না। তবে তিন বাহিনীতেই তাঁদের যে প্রবল উপস্থিতি, দেখিয়ে দিল প্রজাতন্ত্রের উত্সব। রাজপথে এদিন নারীশক্তির জয়গান।

2/5

আর্মি সার্ভিস কোর পুরুষবাহিনীর নেতৃত্ব দিলেন লেফটেল্যান্ট ভাবনা কস্তুরী। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই প্রথম কোনও মহিলা সম্পূর্ণ পুরুষ দলকে নেতৃত্ব দিলেন। 

3/5

অভ্যস্ত চোখে জোর ধাক্কা। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শৌর্য দেখালেন মহিলারাও। পা মেলালেন। নেতৃত্ব দিলেন। ডেয়ারডেভিল স্টান্টে তাক লাগাল নারীবাহিনী।  

4/5

অসম রাইফেলসের মহিলাবাহিনী নেতৃত্বে মেজর খুশবু কানওয়ার।  

5/5

নৌবাহিনীর ১৪৪ জন সেনার নেতৃত্বে লেফটেন্যান্ট অম্বিকা সুধাকরণ।