১০ টাকার কয়েন না নিলেই কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি দিল রিজার্ভ ব্যাঙ্ক

Jan 01, 2020, 11:39 AM IST
1/5

S 5

S 5

ছোট ১ টাকার কয়েন নিয়ে গ্রামগঞ্জে সমস্যা রয়েছে। বহু দোকানদারই তা নিতে চান না।

2/5

S 4

S 4

একই সমস্যা ১০ টাকার কয়েন নিয়েও। দেশের বহু জায়গায় তা নিতে চাইছেন না অনেকে।

3/5

S 3

S 3

এনিয়ে সতর্কতা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক।  কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১০ টাকার সব কয়েনই বৈধ। ওই কয়েন না নেওয়া বা অনীহা দেখানো অপরাধ।

4/5

S 2

S 2

১০ টাকার কয়েন না নেওয়ার বহু অভিযোগ জমা পড়েছে রিজার্ভ ব্যাঙ্কে। তার পরেই সক্রিয় হল  আরবিআই।

5/5

s 1

s 1

ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, বৈধ ১০ টাকার কয়েন কেউ নিতে না চাইলে তার বিরুদ্ধে ১২৪এ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।