Retail Inflation: করোনা আবহে লাফিয়ে বাড়ল খুচরো পণ্যের মূল্য, গত ৬ মাসে সর্বোচ্চ

Feb 14, 2022, 19:06 PM IST
1/5

করোনা আবহে লাফিয়ে বাড়ল খুচরো পণ্যের দাম। জানুয়ারি মাসে খুচরো পণ্যের দাম বাড়ল ৬.১ শতাংশ যা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ।  

2/5

ডিসেম্বর মাসে মূল্যবৃদ্ধি হয়েছিল ৫.৫৯ শতাংশ। খাদ্যপণ্যের দামও বাড়ল ৫.৪৩ শতাংশ। নভেম্বর এই বৃদ্ধির হার ছিল ৪.০ ৫ শতাংশ।  

3/5

গত বছর ক্রমশ বাড়ছিল খুচরো পণ্য ও খাদ্য পণ্যের দাম। জুলাই মাসে খুচরো পণ্যের দাম বেড়েছিল ৬.০৬ শতাংশ। 

4/5

ডিসেম্বর মাসে খুচরো পণ্যের দাম বেড়েছিল ৫.৫৯ শতাংশ। পরে তা আরও বেড়ে হয় ৫.৬৬ শতাংশ।

5/5

এবছর জানুয়ারিতে তৈরি খাবার, পোশাক, মশলা, টান্সপোর্ট, শিক্ষা ও স্বাস্থ্য খরচ বেড়েছে। ডিসেম্বর এই মূল্যবৃদ্ধির হার ছিল খানিকটা কম। এর সঙ্গেই এবার পাল্লা দিয়ে বেড়েছে খুচরো পণ্যের দাম। ফলে চাপ বাড়ছে আম জানতার উপরে।