1/6
কাজের চাপ, স্ট্রেস, নানা ব্যস্ততায় ত্বকের যত্ন করা হয়ে ওঠে না, বিয়েবাড়ি থেকে জন্মদিন যে কোনও অনুষ্ঠান সামনে এলেই রূপচর্চার কথা মনে পড়ে! শুধুমাত্র অনুষ্ঠান কেন? ত্বকের যত্ন নিন নিয়মিত। ত্বককে অবহেলায় রাখবেন না। একনিমেষেই ত্বকের জেল্লা ফেরাতে ব্যবহার করুন চকোলেট। শুধু খেতেই ভাল নয় মুখের কাল দাগ, ট্যান দূর করতে সাহায্য করে চকোলেট। বাড়িতেই বানিয়ে নিন চকোলেটের ফেস প্যাক ( Chocolate Face Pack)।
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
ত্বকের জন্য স্ক্রাব ভীষণ প্রয়োজনীয়। তবে তা না বুঝে ব্যবহার করলে ঘটতে পারে নানা রকম বিপদও। সপ্তাহে এক দিন বা মাসে দুবার ব্যবহার করা যায় স্ক্রাব। সকালে বা রাতে যে কোনো সময়ই স্ক্রাব ব্যবহার করতে পারেন। স্ট্রবেরি চূর্ণের (Strawberry Powder) সঙ্গে কোকো বিনস পাউডার (Cocoa bean powder) মিশিয়ে তৈরি হবে চকোলেট স্ক্রাব (Chocolate Scrub)। স্ক্রাব করার পর অবশ্যই ভালো একটি ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
6/6
photos