মুম্বই পুলিস, ইডি-র মতো, CBI তদন্তেরও মুখোমুখি হবেন রিয়া : আইনজীবী সতীশ মানশিন্ডে

Aug 20, 2020, 19:04 PM IST
1/7

রিয়া মুম্বই পুলিস, ইডি-র তদন্তের মুখোমুখি হয়েছে CBI তদন্তেরও মুখোমুখি হবে। স্পষ্ট জানালেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে। 

2/7

সুশান্ত মামালয় CBI তদন্তের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এরপরই রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডের তরফে বিবৃতি দেওয়া হয়। 

3/7

সতীশ মানশিন্ডে বলেন, ''সুপ্রিম কোর্ট সম্পূর্ণ পরিস্থিতি পর্যালোচনা করেছে, মুম্বই পুলিসের কাছ থেকে রিপোর্ট নিয়ে সেটা খতিয়ে দেখেই এই রায় দিয়েছে। পাশাপাশি রিয়া নিজেও বিচারের জন্য CBI তদন্ত চেয়েছিলেন।''

4/7

সতীশ মানশিন্ডে আরও বলেন, ''মুম্বই-বিহার দুটি রাজ্যের তরফেই রাজনৈতিক হস্তেক্ষেপের অভিযোগ করা হচ্ছে। সবদিক দেখেই  ন্যায় বিচারের জন্য CBI-এর হাতে মামালা তুলে দেওয়ার রায় দিয়েছে শীর্ষ আদালত।''

5/7

প্রসঙ্গত, রিয়ার বিরুদ্ধে পাটনা থানায় একাধিক ধারায় FIR করেছেন সুশান্তের বাবা কে কে সিং রাজপুত। তাতে আত্মহত্যায় প্ররোচনা, আর্থিক তছরুপ, সুশান্তকে দাবিয়ে রাখা সহ একাধিক অভিযোগ রয়েছে রিয়ার বিরুদ্ধে।

6/7

রিয়ার বিরুদ্ধে সুশান্তের বাবার তরফে আনা অভিযোগ খতিয়ে দেখবে CBI। এবিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আশুতোষ শ্রীবাস্তব ই-টাইমস কে এবিষয়ে জানান, রিয়ার বিরুদ্ধে আনা এই সমস্ত অভিযোগই প্রমাণ সাপেক্ষ। তবে FIR-এর ভিত্তিতে রিয়াকে প্রয়োজনে CBI গ্রেফতার করার ক্ষমতা রাখে। যদি না কেউ হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, কিংবা সিবিআই কোর্টের তরফে আগাম জামিনের ব্যবস্থা করে রাখেন, সেটা অবশ্য আলাদা।

7/7

এদিকে এই মামলায় সুশান্ত সিং রাজপুতের পরিবারের তরফে নিযুক্ত আইনজীবী বলেন, ''এই মামলায় রিয়ার দুই রূপই প্রকাশ্যে এসে গিয়েছে। গোটা মামলায় রিয়ার আইনজীবী একবারও এই মামলায় CBI-এর হাতে তুলে দেওয়ার জন্য বলেননি। শেষ পর্যন্ত রিয়ার আইনজীবী মুম্বই পুলিসই তদন্ত করবে এমন আবেদন করে গিয়েছেন। এতে রিয়ার বিরুদ্ধে অভিযোগগুলি যে সত্যি সেটাই প্রমাণ হয়।''