জলদাপাড়ায় শুরু হল গন্ডার সুমারি

Feb 15, 2019, 13:25 PM IST
1/5

শুক্রবার থেকে শুরু হল জলদাপাড়া জাতীয় বনাঞ্চলে গন্ডার সুমারি।

2/5

  জিআইএস প্লাটফর্মে  জিপিএস পদ্ধতিতে গন্ডার সুমারি করা হচ্ছে।

3/5

  দুদিন ধরে  চলবে এই সুমারি।  বনদফতরের কর্মীরা ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই সুমারিতে অংশগ্রহণ করেছে।

4/5

হেঁটে,  হাতির পীঠে  মোট ৫০ টি ইউনিটে বিভক্ত হয়ে এই সুমারির কাজ চালাচ্ছে।

5/5

 এবার জিআইএস প্ল্যাটফর্মে জিপিএস পদ্ধতিতে গন্ডার সুমারি হবে এবং গন্ডারের মল ও সংগ্ৰহ করে ল‍্যাবে পাঠানো হবে বলে জানান উত্তরবঙ্গ বনবিভাগ।