কর্মীর অভাব! লকডাউনে বিশ বাঁও জলে মহাকরণের সংস্কার

Aug 12, 2020, 15:52 PM IST
1/4

নিজস্ব প্রতিবেদন : লকডাউনের জের এবার মহাকরনের সংস্কারের কাজে। শ্রমিকদের অভাবে কাজ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। 

2/4

মার্চ মাসে লকডাউনের সময় শ্রমিকরা দেশে ফিরে যাওয়ার পর অনেকেই আর তারপর কলকাতায় ফেরেননি। এরফলে কাজে গতি আসেনি আনলক পিরিয়ডেও।  

3/4

মহাকরণের বেশ কিছু কাজ করার জন্য বিশেষ ধরণের প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষ কর্মী প্রয়োজন। 

4/4

এখন পরিবারের বাধায় বা পরিবহনের অসুবিধায় তাঁরা না আসায় ইন্টেরিয়রের কাজও করা সম্ভব হচ্ছে না বলে পূর্ত দফতর সূত্রে খবর।