RIP Kabosu: যার মুখ দেখে বিখ্যাত মিম-ইমোজির জন্ম, চোখের জলে উনিশেই বিদায় সেই কাবোসুর...

RIP Kabosu: ইন্টারনেট-দুনিয়ার বিখ্যাত কুকুর চলে গেল। দুঃখে ডুবল নেটপাড়া। বয়স হয়েছিল ১৯।

May 24, 2024, 16:04 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ইন্টারনেট-দুনিয়ার বিখ্যাত কুকুর চলে গেল। দুঃখে ডুবল নেটপাড়া। বয়স হয়েছিল ১৯। যার মুখ দেখে বিখ্যাত মিম-ইমোজির জন্ম, চোখের জলে উনিশেই বিদায় সেই কাবোসুর। 

1/5

'রিপ কাবোসু'

'রিপ কাবোসু' (RIP Kabosu)-তে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

2/5

কিংবদন্তি কাবোসু

কিংবদন্তি কাবোসু গত এক বছর ধরেই নানা রকম অসুস্থতায় ভুগছিল।

3/5

অবশেষে মৃত্যু

অবশেষে মৃত্যু হল তার। শোকে মুহ্যমান নানা মহল।

4/5

শিবা ইনু ব্রিড

শিবা ইনু ব্রিডের এই কুকুরটি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে ভাইরাল হয়েছে। 

5/5

পাখিকে সরিয়ে

বহু পুরনো টুইটারের পাখিকে সরিয়ে এসেছিল এই কাবোসু। ২০১০ সাল থেকেই কাবোসু সাড়া ফেলে দিয়েছিল।