Ritabhari Chakraborty: 'টলিউড আসলে একটা মিষ্টি মোড়কের গণিকালয়,মুখ্যমন্ত্রী প্লিজ দেখুন!'
Ritabhari Chakraborty on Actresses Harassment: টলিউডকে ‘সুগার কোটেড ব্রথেল’ বলে উল্লেখ করেন ঋতাভরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে তাঁর কাছে আবেদন করলেন, যাতে বাংলার চলচ্চিত্র জগতেও হেনস্থা নিয়ে দ্রুত তদন্ত শুরু হয়।
|
Aug 26, 2024, 07:43 PM IST
1/6

2/6

photos
TRENDING NOW
3/6

4/6

5/6

আসুন এইসব মানুষদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলি। আমি আমার সমস্ত অভিনেত্রীদের এদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডাকছি। আমি জানি অনেকেই ভয় পাচ্ছেন যে আর কখনও কাজই পাবেন না। কিন্তু আর কতদিন এভাবে চুপ করে থাকবেন? নতুন যাঁরা কাজ করছে আমরা পুরনোদেরকেই তো তাঁদের বাঁচাতে হবে। নাহলে তাঁদের ধারণা হয়ে যাবে এটা গণিকালয়! মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা এই বিষয়ে আপনার হস্তক্ষেপ চাই।'
photos
