Ritabhari Chakraborty | Salman Khan: সলমান-ইমরানের সঙ্গে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে ঋতাভরী…

Soumita Mukherjee Mon, 17 Apr 2023-5:22 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন কোনও এক কাজে মুম্বই পাড়ি দিয়েছেন অভিনেত্রী।

 

রাতে পরিষ্কার হল চিত্র। বাবা সিদ্দিকীর জনপ্রিয় ইফতার পার্টিতে দেখা গেল তাঁকে।

 

এই প্রথম নয়, এর আগেও এই জনপ্রিয় ইফতার পার্টিতে বলিউডের তারকাদের মাঝে দেখা গেছে তাঁকে।

 

এদিন ঋতাভরীর পরনে ছিল কালো রঙের শাড়ি। সঙ্গে ঝোলা দুল ও কপালে ছোট্ট টিপ।

 

পার্টিতে বরাবরের মতো হাজির ছিলেন সলমান খান। কালো পাঠান স্যুটে সলমানকে দেখে কেউ চেঁচালেন ভাই, কেউ আবার ডাকলেন জান।

 

সলমানের সঙ্গে আগামী ছবিতে দেখা যাবে পূজা হেগড়েকে। তিনিও ছিলেন পার্টিতে, শেহনাজও এসেছিলেন।

 

এদিন সাদা শেরওয়ানিতে নজর কাড়লেন ইমরান হাশমিও।

 

ইফতার পার্টিতে গেলে আর ডায়েট করা যায়! তাই ঋতাভরীর প্লেটেও দেখা গেল বিরিয়ানি। তিনি খেয়েছেন তা বন্ধু আর্শিয়া সিদ্দিকীকে প্রমাণ করতেই ছবি রেখেছেন ঋতাভরী।

তবে এর মধ্যে সবচেয়ে যে ছবি নজর কেড়েছে, তা হল প্রীতি জিন্টার সঙ্গে ঋতাভরীর একটি ছবি। যা নায়িকা নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link