'মুম্বই যেন পাক অধিকৃত কাশ্মীর', কঙ্গনার বিরুদ্ধে তেড়ে উঠলেন বলিউড সেলেবরা

Sep 04, 2020, 12:17 PM IST
1/5

মুম্বইতে থেকে 'পাকিস্তান অধিকৃত কাশ্মীরের' মতো অনুভূতি হচ্ছে বলে সম্প্রতি মন্তব্য করেন কঙ্গনা রানাউত। মুম্বই পুলিসের উপর ভরসা রাখতে পারছেন না বলেও মন্তব্য করতে দেখা যায় কঙ্গনাকে। অভিনেত্রীর ওই মন্তব্যের পরই তাঁর তীব্র বিরোধিতা শুরু করেন বি টাউনের একাধিক সেলেব। রিতেশ দেশমুখ থেকে রেণুকা সাহানে কিংবা স্বরা ভাস্কর, প্রত্যেকে কঙ্গনার মন্তব্যের বিরোধিতা শুরু করেন। মুম্বইকে 'পাক অধিকৃত কাশ্মীর' বলায়, তাঁর বিরোধিতা করেন রিতেশ দেশমুখ। 'মুম্বই হিন্দুস্থান হ্যায়' বলে মন্তব্য করেন রিতেশ। 

2/5

একজন বহিরাগত হিসেবে মুম্বইতে এসে থাকতে শুরু করেন। গত কয়েক বছর ধরে মুম্বইতে রয়েছেন তিনি নিরাপদভাবে। সেই কারণে মুম্বই পুলিসকে কুর্ণিশ জানান বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর

3/5

মুম্বইতে থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো অনুভূতি হচ্ছে বলে কঙ্গনার মন্তব্যের তীব্র বিরোধিতা করেন ফারহা খান আলি। হৃত্বিক রোশনের প্রাক্তন শ্যালিকা ফারহা খান আলি বলেন, মুম্বই এমন একটি শহর যেখানে রাতবিরেতে চলা ফেরা করা যায়। ভোর তিনটের সময়ও একা ক্যাব ভাড়া করে শহরের এদিক ওদিক যাওয়া যায় বলে মন্তব্য করেন সুজান খানের দিদি। এই নিরাপত্তার জন্য মুম্বই পুলিসকে কুর্ণিশও জানান ফারহা

4/5

গত ২০ বছর ধরে মুম্বইতে রয়েছেন এবং কাজ করছেন তিনি। মাত্র ১৯ বছর বয়স থেকে মুম্বই বসবাস শুরু করেন। দু হাত দিয়ে এই শহর তাঁকে আপন করে নিয়েছে, নিরাপত্তা দিয়েছে বলে মত প্রকাশ করেন দিয়া মির্জা 

5/5

মুম্বইতে এসেই নিজের স্বপ্ন পূরণ করেছেন কঙ্গনা, তাই এই শহরের প্রতি কিছু তো শ্রদ্ধা থাকা উচিত। কঙ্গনা কীভাবে মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন রেণুকা সাহানে