Ritwick-Sujan: শেক্সপিয়রের ঐতিহ্যবাহী গ্লোব থিয়েটারে ঋত্বিক চক্রবর্তী-সুজন নীল মুখোপাধ্যায়, ঘুরে বেড়াচ্ছেন লন্ডনের আনাচে কানাচে
1/9
লন্ডন ডায়েরি
2/9
লন্ডন ডায়েরি
photos
TRENDING NOW
3/9
লন্ডন ডায়েরি
আনন্দিত ও উচ্ছ্বসিত সুজন নীল মুখোপাধ্যায় লেখেন,'Much Ado About Nothing-শেক্সপিয়রের এই কমেডির প্রথম অভিনয় ছিল সেদিন। বিখ্যাত ব্রিটিশ নাট্য পরিচালক লুসি বেলি পরিচালিত, "গ্লোব থিয়েটার এনসম্বল" কলাকুশলীদের যৌথ প্রয়াস অসাধারণ এই কমেডি। প্রায় ১৪০০ দর্শক। গ্যালারি তিন স্তরে বিভাজিত।'ছবি সৌজন্য: সুজন নীল মুখার্জি ফেসবুক
4/9
লন্ডন ডায়েরি
অভিনেতা লেখেন,'সবচেয়ে মজার হলো ৫ পাউন্ড টিকিটে প্রায় ৫০০ মানুষ সাড়ে তিন ঘণ্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখলো। যেটা আমার জীবনে নতুন আবিষ্কার। ছোটবেলা তে মোহনবাগানের খেলার টিকিট না পেয়ে বাইরে দাঁড়িয়ে খেলা দেখেছি দু একবার.. কিন্তু এভাবে নাট্য দর্শন হতে পারে, দেখে আপ্লুত হলাম, আরও মুগ্ধ হলাম দর্শক দের নিষ্ঠা ও ধৈর্য্য দেখে। ঠিক সময়ে হলে প্রবেশ থেকে শুরু করে, হাততালি দিয়ে অভিবাদন, সবেতেই সৎ বহিঃপ্রকাশ। আরো আকর্ষণীয় , যখন দশর্ককেও নাটকের অংশ করে নিয়ে অভিনেতা রা উচ্ছাসে ফেটে পরে বা দর্শকের মধ্যে দিয়ে সাইকেল নিয়ে অভিনেতা প্রবেশ করে হৈ চৈ ফেলে দেয়। তিন দিক গ্যালারি হলেও, ওপর খোলা, মানে মাথার ওপর নীল আকাশ।'ছবি সৌজন্য: সুজন নীল মুখার্জি ফেসবুক
5/9
লন্ডন ডায়েরি
6/9
লন্ডন ডায়েরি
7/9
লন্ডন ডায়েরি
8/9
লন্ডন ডায়েরি
9/9
লন্ডন ডায়েরি
photos