Goa-র সৈকতে Sunscreen হাতে Riya Sen, ভাইরাল ছবি

Feb 20, 2021, 23:16 PM IST
1/5

কাজের ফাঁকে অল্পবিস্তর সময় পেলেই ছুটি কাটাতে অনেক তারকাই চলে যান গোয়াতে। বিশেষ করে মুম্বইবাসী তারকারা। মুনমুন সেন কন্যা রিয়া সেনও তাই করলেন। 

2/5

ছুটি কাটাতে রিয়া সেন আপাতত গোয়ায়। সৈকতে কালো ফ্লোরাল বিকিনিতে সূর্য স্নান করলেন মুনমুন কন্য। সৈকতে বসে সানস্ক্রিন হাতে ধরা পড়লেন তিনি। 

3/5

তবে রিয়া কি একাই গেছেন? নাকি হাবি শিবম তিওয়ারির সঙ্গে তিনি ছুটি কাটাতে গিয়েছেন? তা অবশ্য স্পষ্ট নয়। 

4/5

মাঝে মধ্যেই হট ছবিতে নেটদুনিয়ায় ঝড় তুলে দেখা যায় সুচিত্র সেনের নাতনি রিয়াকে।   

5/5

প্রসঙ্গত, বহুদিন হল বড়পর্দা থেকে দূরেই রয়েছেন রিয়া। তবে প্রায়ই তাঁকে বিভিন্ন ফটোশ্যুট করতে দেখা যায়।