প্রিয়ঙ্কা গান্ধীর পর এবার তাঁর স্বামী রবার্ট বঢ়রাও রাজনীতিতে নামতে চলেছেন! এমনই ইঙ্গিত মিলল রবার্টের কথায়।
2/5
S 4
নিজের ফেসবুক পোস্টে রবার্ট বঢ়রা লিখেছেন, এই কয়েক বছরের অভিজ্ঞতা ও শিক্ষা নষ্ট করা ঠিক নয়। তা অন্য বড় কাজে ব্যবহার করা উচিত। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও ভিত্তি নেই। মনে হয় মানুষের সেবার জন্য আমার একটা বড় ভূমিকা নেওয়া উচিত।
photos
TRENDING NOW
3/5
S 3
বঢ়রা আরও বলেন, বহু বছর বিভিন্ন ক্ষেত্রে মানুষের সঙ্গে কাজ করেছি। বিশেষ করে উত্তরপ্রদেশে কাজ করার সময় বুঝেছি আমিও মানুষের জন্য কিছু করতে পারি।
4/5
S 2
হাওয়ালা ও জমি কেলেঙ্কারিতে জড়িয়ে থাকার অভিযোগে রবার্ট বঢ়রাকে টানা জেরা করেছে ইডি। এনিয়ে চাপে খোদ কংগ্রেসও। তবে তাঁর অভিযোগ, দেশের মূল সমস্যা থেকে মানুষের মুখ ঘুরিয়ে দিতেই তাঁকে হেনস্থা করা হচ্ছে।
5/5
s 1
বঢ়রা বলেন, মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে আসল ইস্যু কী। মানুষ এখন ভুল বুঝতে পেরে এগিয়ে এসে আমার পাশে থাকার কথা জানাচ্ছে।