একাই একশো উগো! করোনা মারবে জাপানের এই রোবট

Jun 09, 2020, 20:13 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: করোনা প্রতিরোধে ব্যবহৃত হচ্ছে মিরা রোবটিকসের "উগো" রোবট। করোনা সংক্রমণের দরুন রোবটের চাহিদা বেড়েছে। কারণ এদের মাধ্যমে সরাসরি সংযোগ এড়িয়ে চলা সম্ভব। এমনটাই জানিয়েছেন নির্মাতা কোম্পানির সিইও কেন মাতসুই।

2/5

দরজার হাতল কিংবা দেওয়াল, নিজের অনিবেগুনি রশ্মিকে কাজে লাগিয়ে করোনাভাইরাসকে সরিয়ে ফেলতে সক্ষম এই রোবট। শুধু দূর থেকে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করলেই কাজ করে দেবে এই যন্ত্রমানব।

3/5

মিরা রোবটিকসের এই "উগো" রোবটের মানুষের মতোই রয়েছে হাত। সুবিধা মতো উচ্চতাও নিয়ন্ত্রণ করা যায়। চাকার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে পারে এই রোবট। ওয়ারল্যাস কানেকশনের মাধ্যমে ল্যাপটপ বা গেম কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এই রোবটকে।

4/5

এই রোবটকে কন্ট্রোল করার কায়দা শিখতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। এমনটাই জানিয়েছেন মাতসুই। লেজার লাইটের মাধ্যমে নিজের রাস্তা খুঁজে নেয় "উগো।"

5/5

নিরাপত্তা রক্ষীর কাজ কিংবা বড় ঘর দোর পরিষ্কার করা। অফিস বিল্ডিংকে স্যানিটাইজ করতে পারে এই রোবট। টোকিয়োর একটি অফিসে এখন কাজ করছে "উগো।"