1/8
2/8
photos
TRENDING NOW
3/8
4/8
হিমায় ৩৪টির বেশি জায়গায় পাথর-শিল্প ও পাথুরে কূপ রয়েছে। প্রাচীন আরবদের ক্যারাভান যেত এ পথে। সেই খর্জুরবীথি, সেই উটের দীর্ঘ ছায়া, সেই উষ্ণ রুক্ষ বাতাসমথিত উদাত্ত রৌদ্রময় প্রান্তরের সুদূর গন্ধ যেন আজও ধরে রেখেছে জায়গাটি। জানা গিয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চল থেকে পবিত্র হজ ও ব্যবসার উদ্দেশে যাতায়াতকারী ব্যক্তিরাই মূলত ব্যবহার করতেন পথটি।
5/8
6/8
7/8
8/8
পাথরেও ফোটে ফুল! পাথরও কথা বলে। পাথরের মধ্যে দিয়ে আসলে অতীত কথা বলে ওঠে। পাথরের বুকে ফুটে-ওঠা হারানো কোনও স্বর্ণদিনের ফুলদল হয়তো এখন তার নিজস্ব দিনের গন্ধ হারিয়েছে কিন্তু শুকনো পাপড়ির মতো রয়ে গিয়েছে তার ভঙ্গুর ছাপ, তার নিবিড় অস্তিত্ব। হিমা তেমনই এক জায়গা। যেখানে আজও ইতিহাস কথা বলে। যেখানে ইতিহাসের সোনার দিনের শুকনো পাপড়ির ছায়া ও ছাপ আজও মন খারাপ করে দেয়।
photos