ব্যক্তিগত মাইলস্টোনের সামনে 'হিটম্যান', নয়া কীর্তির সামনে অধিনায়ক রোহিত!

Nov 11, 2018, 12:45 PM IST
1/8

1

ব্যক্তিগত মাইলস্টোনের সামনে 'হিটম্যান', নয়া কীর্তির সামনে অধিনায়ক রোহিত!

# চেন্নাইয়ে আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যক্তিগত মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা।

2/8

2

ব্যক্তিগত মাইলস্টোনের সামনে 'হিটম্যান', নয়া কীর্তির সামনে অধিনায়ক রোহিত!

# আর ৬৯ রান করলেই তিনি টপকে যাবেন নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিলকে। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি রানের মালিক হবেন 'হিটম্যান'।    

3/8

3

ব্যক্তিগত মাইলস্টোনের সামনে 'হিটম্যান', নয়া কীর্তির সামনে অধিনায়ক রোহিত!

# লখনৌতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শতরান করেন রোহিত। ৮৬ ম্যাচে রোহিতের রান ২২০৩।  

4/8

4

ব্যক্তিগত মাইলস্টোনের সামনে 'হিটম্যান', নয়া কীর্তির সামনে অধিনায়ক রোহিত!

# চেন্নাইয়ে আজ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ জিতলে অধিনায়ক রোহিত শর্মা আবার এক অনন্য রেকর্ড গড়বেন।

5/8

5

ব্যক্তিগত মাইলস্টোনের সামনে 'হিটম্যান', নয়া কীর্তির সামনে অধিনায়ক রোহিত!

# কোনও ভারতীয় অধিনায়ক এর আগে দু বার টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জেতেননি। মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলিরও এই রেকর্ড নেই।  

6/8

6

ব্যক্তিগত মাইলস্টোনের সামনে 'হিটম্যান', নয়া কীর্তির সামনে অধিনায়ক রোহিত!

# আজ জিতলে রোহিত কিন্তু প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে দু বার টি-টোয়েন্টি সিরিজ জিতবেন ৩-০ ব্যবধানে। আন্তর্জাতিক ক্রিকেটে দুই বা তার বেশিবার টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জেতার রেকর্ড রয়েছে আরও দুই অধিনায়কের।

7/8

7

ব্যক্তিগত মাইলস্টোনের সামনে 'হিটম্যান', নয়া কীর্তির সামনে অধিনায়ক রোহিত!

# পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ পাঁচবার ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছেন।

8/8

8

ব্যক্তিগত মাইলস্টোনের সামনে 'হিটম্যান', নয়া কীর্তির সামনে অধিনায়ক রোহিত!

# আফগানিস্তানের অধিনায়ক আসগর স্টানিকজাই তিনবার টি-টোয়েন্টি সিরিজ জিতেছেন ৩-০ ব্যবধানে।