'বিশ্বাসের উপর ভর করে জীবনভর টিকে থাকে বৈবাহিক সম্পর্ক', শ্রাবন্তীর সঙ্গে প্রকাশ্যে রোশনের কাজিয়া?

Nov 30, 2020, 12:46 PM IST
1/5

শ্রাবন্তীর সঙ্গে ফের প্রকাশ্যে এল তৃতীয় স্বামী রোশনের কাজিয়া?  বিয়ের পর এক বছর পার করতে না করতেই ফের দুজনের সম্পর্ক নিয়ে জোর শোরগোল শুরু হয়। শ্রাবন্তীর সঙ্গে রোশন আর এক ছাদের নীচে থাকছেন না বলে সংবাদমাধ্যমের পাতায় খবর উঠে আসতেই জল্পনা শুরু হয়

2/5

শ্রাবন্তী বা রোশন বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও, এবার অভিনেত্রীর তৃতীয় স্বামী ফের একটি স্টেটাস শেয়ার করেন। যেখানে রোশন বলেন, প্রকৃত বৈবাহিক সম্পর্ক বিশ্বাসের উপর নির্ভর করে টিকে থাকে সারা জীবন। বিয়ের অস্তিত্ব প্রমাণ করতে সিঁদুর এক দুর্বল চিহ্ন বলেও মত প্রকাশ করেন রোশন।

3/5

বিয়ে নিয়ে রোশনের ওই স্টেটাস প্রকাশ্যে আসার পর বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে। শ্রাবন্তীর সঙ্গে রোশন এক ছাদের নীচে থাকছেন না, সেই খবর প্রকাশ্যে আসার পরও অভিনেত্রীর কপালে সিদুঁরের চিহ্ন স্পষ্ট। এমনকী নিজের নামের সঙ্গে ইনস্টাগ্রামে এখনও শ্রাবন্তী সিং পদবী যোগ করেই চলছেন। এসবের জেরেই কি রোশন নিজের মত প্রকাশ করলেন এভাবে! উঠছে প্রশ্ন

4/5

যদিও রোশন সিংয়ের ওই স্টেটাস প্রকাশ্যে আসার পর পালটা কোনও মন্তব্য করেননি শ্রাবন্তী

5/5

২০১৮ সালে পঞ্জাবে গিয়ে রোশন সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তী। পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে নিয়েই সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। রোশনের সঙ্গে বিয়ের আগে কৃষ্ণ ব্রজের সঙ্গে আইনি বিচ্ছেদ সম্পন্ন হয় অভিনেত্রীর। প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পরই কৃষ্ণ ব্রজের সঙ্গে সম্পর্কে জড়ান টলিউডের এই অভিনেত্রী