Russia-Ukraine War, Kinzhal: ঘরে ঢুকে শত্রুকে মারে, শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতি, কী এই হাইপারসনিক মিসাইল?
এই প্রথম যুদ্ধে 'কিনঝল' নামের একটি হাইপারসনিক মিসাইলটি (Kinzhal, Hypersonic Missiles) ব্যবহার করল রাশিয়া
1/6
'কিনঝল', একটি হাইপারসনিক মিসাইল
নিজস্ব প্রতিবেদন: আকাশ থেকে নেমে মাটি ফুঁড়ে পাতালে প্রবেশ। প্রবল বিস্ফোরণ মুহূর্তে তছনছ সব কিছু। মাটির তলায় লুকিয়ে রাখা ইউক্রেনীয় সেনার অস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে শুক্রবার এই ধরনেরই একটি অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া (Russia-Ukraine War)। প্রথমবার যুদ্ধে 'কিনঝল' নামের একটি হাইপারসনিক মিসাইলটি (Kinzhal, Hypersonic Missiles) ব্যবহার করেছে ক্রেমলিন। কী এই হাইপারসনিক মিসাইল?
2/6
পারমাণবিক হামলা চালাতে সক্ষম
photos
TRENDING NOW
3/6
'ফ্যাট ম্যান'-এর তুলনায় বড়
4/6
'ড্যাগার' নামেও পরিচিত
5/6
এর গতি ১২ হাজার ৩৫০ কিলোমিটার হতে পারে
6/6
শব্দের চেয়ে প্রায় ১০ গুন বেশি দ্রুত এই 'কিনঝল'
photos