Sahara Desert flood: ৫০ বছরে প্রথম টানা ২ দিন ভয়ংকর বৃষ্টি, জলের তলায় সাহারা মরুভূমি...

Soumita Mukherjee Mon, 14 Oct 2024-8:58 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মরুভূমি মানেই বালির ধূধূ প্রান্তর। একবিন্দু জলও সেখানে দামি। তেমনই এক মরুভূমিতে ২ দিন ধরে চলল টানা বৃষ্টি। হল বন্যা। জলের তলায় ধূধূ বালির প্রান্তর। 

গল্পের মতো শোনালেও এটাই সত্যি। জলের তলায় সাহারা মরুভূমির অনেকাংশ। অনেক জায়গায় বিশাল বিশাল জলের দিঘি তৈরি হয়েছে। ইরিকুই নামে একটি দিঘি সাহারায় রয়েছে। যা ৫০ বছর আগে সেই যে শুকিয়ে গিয়েছিল জলের অভাবে, তা ৫০ বছরে শুকনোই পড়েছিল।

নাসার কৃত্রিম উপগ্রহের ছবি অনুযায়ী, ৫০ বছরের বেশি সময় ধরে শুকিয়ে থাকা জাগোরা ও টাটা এলাকার মধ্যে অবস্থিত ইরিকুয়ি নামের হ্রদটি জলে ভরে গেছে।

৫০ বছর পর সেই ইরিকুই দিঘিতে এখন জল টলটল করছে। বালির পাহাড় আর মাঝে মাঝে খেজুর গাছের সাহারা মরুভূমিতে নীল জলের খাঁড়ি তৈরি হয়েছে। অনেক জায়গাই বানভাসি চেহারা নিয়েছে।

মরক্কোর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজধানী রাবাত থেকে ৪৫০ কিলোমিটার দূরের ত্যাগোইউনাইট গ্রামে গত সেপ্টেম্বর মাসের এক দিনে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

প্রবল বৃষ্টিতে মরক্কোর দক্ষিণ প্রান্তে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সারাবছরে সেখানে যে পরিমাণ বৃষ্টি হয়, মাত্র ২ দিনে তার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আলজেরিয়া ও মরক্কো মিলিয়ে প্রবল বন্যায় ২০ জনের জীবনহানি হয়েছে।

এর আগে টানা ৬ বছর ধরে এই অঞ্চল ভয়ংকর খরার মুখে পড়েছিল। অনেক কৃষক জমি ছেড়ে পরিবার নিয়ে বাঁচার জন্য অন্যত্রও পাড়ি দিয়েছিলেন। মরক্কো সরকারের তরফ থেকেও বিশেষ অনুদানের ঘোষণা হয়েছিল।

সেই জায়গায় এভাবে ২ দিনের টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতি আবহাওয়ার চরম খামখেয়ালিপনার পরিচয় দিল। 

একদিকে অ্যামাজনের বৃষ্টি অরণ্যে খরা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। অন্যদিকে সাহারা মরুভূমিতে এমন বৃষ্টি হল যে সেখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হল।

উত্তর, মধ্য ও পশ্চিম আফ্রিকার ৯০ লাখ বর্গকিলোমিটার এলাকা জুড়ে সাহারা মরুভূমি বিস্তৃত। সারা বিশ্বজুড়ে উষ্ণতার কারণে এই অঞ্চলে চরম আবহাওয়ার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, ভবিষ্যতে এই এলাকায় ব্যাপক ঝড় ও বন্যার ঘটনা নিয়মিত হতে পারে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link