পতৌদি প্যালেস সংলগ্ন এলাকাতেই হচ্ছে চাষাবাদ, সেখানে কাদা মেখে খোশ মেজাজে তৈমুর

Nov 07, 2020, 17:18 PM IST
1/5

১০ একর জমির উপর রয়েছে সইফের পতৌদি প্যালেস। প্রাসাদ সংলগ্ন এলাকা জুড়েই চলে অল্প বিস্তর চাষাবাদ। সেখানেই বাবা সইফ আলি খানের সঙ্গে খোশ মেজাজে ক্ষেতের কাজে মন দিতে দেখা গেল ছোট্ট তৈমুরকে। 

2/5

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সইফ আলি খান ও তৈমুর আলি খানের এই ছবিগুলি। যেখানে কাদা মেখে বেশ খোশ মেজাজেই দেখা গেল করিনা পুত্রকে।  

3/5

একমাস আগে সইফ-করিনা যখন ছুটি কাটাতে পতৌদি প্যালেসে গিয়েছিলেন, এই ছবিগুলি তখনকার তোলা বলেই মনে করা হচ্ছে। 

4/5

এই মুহূর্তে আগামী ছবি 'ভূত পলিশ'-এর শ্যুটিংয়ে ডালহৌসি রয়েছেন সইফ আলি খান। আর করিনা তৈমুরকে নিয়ে মুম্বইয়ে নিজের আবাসনেই রয়েছেন।

5/5

জন্মের পর থেকেই ছোট্ট নবাব তৈমুর বাবা-মায়ের থেকেও বড় তারকায় পরিণত হয়েছেন। তার যেকোনও ছবিই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সইফ-করিনা পুত্রের এই ছবিগুলিও মন কেড়েছে নেট জনতার।