অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে টাকা, পরপর এভাবেই সাহায্য করছেন সলমন

Apr 28, 2020, 14:22 PM IST
1/5

করোনার জেরে লকডাউন শুরু হওয়ার পর থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সলমন খান। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির একর পর এক মানুষকে সাহায্য করছেন বলিউড ভাইজান

2/5

দৈনিক রোজগেরে শ্রমিক থেকে সহকারি পরিচালক, প্রত্যেকর কাছে পৌঁছে যাচ্ছে সলমনের সাহায্য

3/5

সলমন খান কীভাবে সাহায্যে করচেন, এবার সেই ছবি প্রকাশ করলন সহকারি পরিচালক মনোজ শর্মা

4/5

নিজের সশ্যাল হ্যান্ডেলে মনোজ শর্মা একটি স্ক্রিনশট শেয়ার করেন।  যেখানে সলমনের অ্যাকাউন্ট থেকে ্র্থ ঢুকেছে বলে জানান তিনি।  শুধু তাই নয়, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষের জন্য সলমন যে কীভাবে এগিয়ে আসচেন, এবার তারই উদাহরণ তুলে ধরেন মনোজ। পাশাপাশি এও জানান, তিনি কখনও সলমনের সঙ্গে কাজ করেননি।  তবে এবার বলিউড ভাইজানের সঙ্গে কাজ করতে চান বলেও জানান মনোজ 

5/5

লকডাউনের জেরে পানভেলের বাগান বাড়িতে আটকে রয়েছেন সলমন খান।  বাগান বাড়িতে থাকাকালীন সেখানকার অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন ভাইজান।  শুধু তাই নয়, নিজে হাজির থেকে পানভেলের সাধারণ মানুষদের খাবারের ব্যবস্থাও সলমন করছেন বলে খবর