লকডাউনে মোকাবিলায় হাজির সলমন, ২৫ হাজার শ্রমিককে মাসে ৬ হাজার করে দিচ্ছেন 'ভাইজান'

Apr 14, 2020, 12:10 PM IST
1/5

লকডাউনের মধ্যে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির শ্রমিক পরিবারগুলি যাতে অসহায় হয়ে না পড়ে, তার জন্য আগে থেকেই ব্যবস্থা নিয়েছেন সলমন খান

2/5

করোনা সংক্রমণ রোধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রথম পর্যায়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন, সেই সময়ই সলমন জানান, ২৫ হাজার শ্রমিক পরিবারের দায়িত্ব তিনি নিচ্ছেন। এরপর সেই সংখ্যাটা ক্রমশ বাড়তে শুরু করে। এরপর জানা যায়, ২৫ হাজার শ্রমিকের পাশাপাশি আরও ২৩ হাজার পরিবারকে প্রতি মাসে ৩ হাজার করে দিচ্ছেন সলমন। এবার সেই পরিমাণটা আরও বাড়িয়ে দেলেন বলিউড ভাইজান

3/5

জানা যাচ্ছে, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার দৈনিক রোজগেরে শ্রমিক পরিবারের হাল ধরতে প্রতি মাসে ৬ হাজার করে দিচ্ছেন সলমন। লকডাউনের ফলে ওই পরিবারগুলিকে আগামী মাসেও ৬ হাজার করে দেওয়া হবে বলে জানান বলিউডের এই তাবড় অভিনেতা 

4/5

এসবের পাশাপাশি আরও ১৯ হাজার শ্রমিকের নামের তালিকা তৈরি করে সলমনকে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে 

5/5

পাশাপাশি মুম্বইয়ের মালেগাঁওয়ে যে ৫০ জন মহিলা শ্রমিক চরম অসুবিধার মধ্যে পড়েছেন, সলমন খানের বিয়িং হিউম্য়ান তাঁদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন