শাহরুখই 'হিরো', ঐশ্বর্যর বাড়ির ঘটনা নিয়ে মুখ খুললেন সলমন

| Oct 31, 2019, 12:09 PM IST
1/9

রবিবার রাতে দীপাবলি পার্টিতে আচমকাই আগুন ধরে যায় ঐশ্বর্য রাই বচ্চনের ম্যানেজার অর্চনা সদানন্দের লেহঙ্গায়। রাইয়ের ম্যানেজারের পোশাকে আগুন ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন শাহরুখ খান 

2/9

ঐশ্বর্যর ম্যানেজার অর্চনা সদানন্দের কাছে গিয়ে তাঁর গায়ে জড়িয়ে দেন নিজের জ্যাকেট 

3/9

অর্চনার গায়ে জ্য়াকেট জড়িয়ে কোনওক্রমে আগুন নিভিয়ে দেন শাহরুখ খান। শুধু তাই নয়, অর্চনাকে বাঁচাতে গিয়ে নিজের হাতের বেশ কিছুটা অংশ পুড়িয়ে ফেলেন শাহরুখ 

4/9

এরপর অর্চনাকে মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যান শাহরুখ খান,  সেখানেই চলছে তাঁর চিকিতসা, সময় মতো অর্চনার শরীরের খোঁজও চিকতসকদের কাছ থেকে শাহরুখ নিচ্ছেন বলে খবর 

5/9

ঐশ্বর্যর ম্যানেজারকে শাহরুখ যেভাবে রক্ষা করেছেন, তাতে তিনি 'হিরো'। এবার ঐশ্বর্যদের দীপাবলি পার্টির ঘটনা নিয়ে মুখ খুললেন সলমন খান

6/9

তিনি বলেন, আগুনের মধ্য়ে ঝাঁপিয়ে, আগুন নিভিয়ে যিনি মানুষের প্রাণ বাঁচান, তিনিই তো আসল হিরো। এমনই মন্তব্য় করেন সলমন খান 

7/9

অর্থাত ঐশ্বর্যর ম্যানেজারকে বাঁচিয়ে যেভাবে শাহরুখ খান নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন, তার ভূয়সী প্রশংসাও করেন সলমন খান 

8/9

যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি শাহরুখকে

9/9

ঐশ্বর্যও রয়েছেন মুখে কুলুপ এঁটে