Home Image: 
রেডমি-রিয়েলমি-কে চ্যালেঞ্জ ছুড়ে সোমবার জলের দরে এই ফোন নিয়ে আসছে স্যামসং
Domain: 
Bengali
Home Title: 

রেডমি-রিয়েলমি-কে চ্যালেঞ্জ ছুড়ে সোমবার জলের দরে এই ফোন নিয়ে আসছে স্যামসং     

English Title: 
Samsung m series to launch on monday
Slide Photos: 

স্যামসং ইন্ডিয়ার গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট অসীম ওয়ারসি জানিয়েছেন, শুধুমাত্র ভারতীয় বাজারকে মাথায় রেখে তৈরি হয়েছে এম সিরিজ। দারুণ ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারির ফোন পাবেন ক্রেতারা। এক কথায়, অসাধারণ একটা ফোন।                    

গ্যালাক্সি এম ২০ প্রতিযোগিতার মুখে ফেলবে রেডমি সিক্স প্রো, রেডমি নোট সিক্স প্রো, রিয়েল মি ইউ ওয়ান, অনার ১০ লাইটের মতো ফোনগুলিকে।

গ্যালাক্সি এম ১০ প্রতিযোগিতায় ফেলছে অনার নাইন এন, রিয়েল মি ২, রেডমি ৬-কে। 

তবে ফোনের ডিসপ্লেই এগিয়ে রাখছে এম সিরিজকে। মাত্র ৮,০০০ টাকার বাজেটেই ক্রেতারা পাবেন ডিউ ড্রপ ডিসপ্লে। 

৩জিবি/৩২ জিবি Galaxy M20-র দাম ১০,৯৯০ টাকা। ৪ জিবি/৩২ জিবি-র দাম ১২,৯৯০ টাকা। ফোনে ডুয়েল ক্যামেরা, ফিংগার প্রিন্ট সেনসর রয়েছে ফোনে। ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে বলেও খবর। 

রেডমি, রিয়েলমি-র সঙ্গে টক্কর দিতে Galaxy M10-এর দাম সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছে স্যামসং। ২জিবি/১৬ জিবি-র দাম হতে চলেছে ৭,৯৯০ টাকা। ৩জিবি/৩২জিবি-র দাম ৮,৯৯০। ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা, ফিংগার প্রিন্ট সেন্সর রয়েছে বলে খবর। 

৫ ফেব্রুয়ারি অ্যামজন ও স্যামসংয়ের নিজস্ব সাইটে শুরু হবে বিক্রি। বলে রাখি, ভারতীয় বাজারেই প্রথম আসছে এম সিরিজ। পরে অন্যদেশগুলিতে ফোনটি বিক্রি করবে সংস্থা। 

সোমবার অবমুক্ত হচ্ছে স্যামসংয়ের এম সিরিজ। গতমাসেই স্যামসাং জানিয়েছিল, ২৮ জানুয়ারি ভারতের উন্মোচিত হবে স্যামসংয়ের নতুন সিরিজের ফোন।  

রেডমি-কে কড়া টক্কর দিতে বাজারে আসছে স্যামসংয়ের এম সিরিজ। মধ্যবিত্তের সাধ ও সাধ্যের বাজার একসময় শাসন করত স্যামসং। কিন্তু সেই বাজার ক্রমেই দখলে চলে গিয়েছে রিয়েলমি, রেডমি ও অনারের মতো চিনা মোবাইল উত্পাদনকারী সংস্থার।

Publish Later: 
No
Publish At: 
Sunday, January 27, 2019 - 20:17
Mobile Title: 
রেডমি-রিয়েলমি-কে চ্যালেঞ্জ ছুড়ে সোমবার জলের দরে এই ফোন নিয়ে আসছে স্যামসং
Facebook Instant Gallery Article: 
No