Sandip Ray Indraneil Birthday Celebration: একইদিনে জন্ম! ছবির সেটে কেক কাটলেন পর্দার 'ফেলুদা' আর পরিচালক

Sep 08, 2023, 23:37 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পর্দার 'ফেলুদা', আর পরিচালকের জন্ম একইদিনে! শুটিংয়ে ব্যস্ত দু'জনেই। সেটে ইন্দ্রনীল সেনগুপ্ত ও সন্দীপ রায়ের জন্মদিন পালন করলেন ছবির কলাকুশলীরা।  

2/6

সত্যজিৎ রায়ের ছবিতে 'ফেলুদা' চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সন্দীপ রায় হাত ধরে প্রথম 'ফেলুদা' হন সব্যসাচী চক্রবর্তী। এবার সেই চরিত্রে দেখা যাবে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে।

3/6

 'হত্যাপুরী' ছবি থেকে ফেলুদা চরিত্রে যাত্রা শুরু ইন্দ্রনীলের। সঙ্গে ছিলেন অভিজিৎ গুহ ও আয়ুষ দাস। সেই ত্রয়ীকে নিয়ে 'ফেলুদা' সিরিজের আর একটি ছবি তৈরি করছেন সন্দীপ রায়। নাম, 'নয়ন রহস্য'।

4/6

ছবির সেটেই পর্দায় 'ফেলুদা' ইন্দ্রনীল সেনগুপ্ত ও পরিচালক সন্দীপ রায়ের জন্মদিনে মেতে উঠল টিম 'নয়ন রহস্য'।

5/6

পাশাপাশি দাঁড়িয়ে কেক কাটলেন ইন্দ্রনীল ও সন্দীপ। ছিলেন সন্দীপ-জায়াও।

6/6

ইন্দ্রনীলের কেকে ছিল চকোলেটের বন্দুক আর সন্দীপের কেকে ক্ল্যাপস্টিক।