প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কারের মনোনয়ন পেলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা

May 01, 2020, 14:44 PM IST
1/5

ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা প্রথম ভারতীয় হিসেবে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেলেন।

2/5

এশিয়া-ওশিয়ানিয়া জোন থেকে সানি মির্জার পাশাপাশি মনোনয়ন পেলেন ইন্দোনেশিয়ার প্রিস্কা মেডেলিন নুগরোরহো।

3/5

চার বছর পর ফেড কাপে কোর্টে নামেন সানিয়া। কোলের ছেলেকে রেখে কোর্টে নেমেই প্রথমবার ভারতকে ফেড কাপের প্লে অফে নিয়ে যান সানিয়া।

4/5

৩৩ বছর বয়সী হায়দরাবাদী টেনিস তারকা জানান,"ফেড কাপের ফল আমার কেরিয়ারে অন্যতম সাফল্য। আমি ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডস প্যানেলের কাছে কৃতজ্ঞ আমাকে বেছে নেওয়ার জন্য।"

5/5

পয়লা মে থেকে অনলাইনে শুরু হবে ভোট। চলবে ৮ মে পর্যন্ত। ফ্যানদের ভোটের ভিত্তিতেই ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড জয়ীর নাম ঘোষণা করা হবে।