লাল-হলুদের স্পোর্টস ডে-তে ইস্টবেঙ্গল তাঁবুতে বসল স্যানিটাইজিং টানেল

Aug 13, 2020, 20:30 PM IST
1/5

১৩ অগাস্ট, ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন সচিব পল্টু দাসের জন্মদিন স্পোর্টস ডে হিসেবে পালিত হয়।

2/5

যদিও করোনার কারণে এবার অনুষ্ঠান ছোট করে হয়। সকালে প্রয়াত পল্টু দাসের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়।

3/5

 এরপর  ক্লাবে স্যানিটাইজিং টানেলের উদ্বোধন করা হয়। মহমেডানের পর ময়দানের আর এক প্রধান ইস্টবেঙ্গলে বসল এই স্যানিটাইজিং টানেল।

4/5

রঞ্জিজয়ী প্রাক্তন বাংলা অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন ভারত অধিনায়ক লাল-হলুদের ঘরের ছেলে হিসেবে পরিচিত বাইচুং ভুটিয়ার হাত ধরে ইস্টবেঙ্গল তাঁবুতে স্যানিটাইজিং টানেলের উদ্বোধন হল।

5/5

এরপর নেতাজী ইনডোর স্টেডিয়ামে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কোভিড বিধি মেনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।