উপহার করোনা! সান্তা আসার পরই মৃত্যু ১৮ জনের

বড়দিনকে কেয়ার হোমের কালো দিন বলে করছেন অথরিটির সদস্যরা

Dec 27, 2020, 13:07 PM IST
1/4

নিজস্ব প্রতিবেদন: সারপ্রাইজ গিফট ২৪ থেকে ৫০ এনএমের করোনা।  বলা যায় একেবারে ঝুলি ভর্তি করে নিয়ে এসেছিলেন সান্তা ক্লজ। কারণ, তিনি প্রবেশ করার পরই ১২১ জন বাসিন্দা ও ৩৬ জন কর্মী করোনায় আক্রান্ত হন। এখনও পর্যন্ত পাওয়া খবরে মৃত্যু হয়েছে ১৮ জনের। 

2/4

জানা গিয়েছে, ওই সান্তা ক্লজ ( St Nick) জানতেন না যে তিনি করোনায় আক্রান্ত। তবে যে ছবি গুলি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে সান্তা রূপে সেন্ট নিক ও তার অ্যাসিসটেন্ট জওয়ারট পিট মাস্ক পরে রয়েছেন।  

3/4

২৫ ডিসেম্বর, সান্তা ক্লজ গোটা এলাকার বাসিন্দাদের সঙ্গে 'হ্যান্ড শেক' করেন, উপহারও দেন তাদের। মনে করা হচ্ছে আর তাতেই ছড়িয়ে পরে করোনা। এদিনই  ওই এলাকার কেয়ার হোমে সন্ধে বেলা মৃত্যু হয় ৫ জনের। এখনও পর্যন্ত পাওয়া খবরে ওই এলাকায় মৃত্যু হয়েছে ১৮ জনের।  

4/4

ঘটনাটি ঘটেছে বেলজিয়ামে। ওই দিনটিকে কেয়ার হোমের কালো দিন বলে মনে করছেন অথরিটির সদস্যরা। কিন্তু, স্বাস্থ্য বিধি মেনে চলার পরও কেন এমনটা হল, তা ভাবাচ্ছে ওই এলাকার বাসিন্দাদের।