করোনা আতঙ্কের মাঝে এবার বিতর্ক মাথা চাড়া দিল সারা আলি খানকে নিয়ে।
2/8
সারাকে কেন কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকতে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল কাশী বিকাশ সমিতি।
photos
TRENDING NOW
3/8
অহিন্দু কাউকে কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, সারা আলি খানের ক্ষেত্রে সেই নিয়ম কেন প্রযোজ্য হল না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে কাশী বিকাশ সমিতি।
4/8
ঐতিহ্য এবং নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সইফ আলি খানের মেয়েকে কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়েছে বলে অভিযোগও করে সংশ্লিষ্ট সিমিতি।
5/8
শুধু তাই নয়, কাশী বিশ্বনাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ বলেও কাশী বিকাশ সমিতির তরফে দাবি করা হয়।
6/8
যদিও এক শ্রেণীর পুরোহিত মোটা দক্ষিণা এবং প্রচারের লোভে অহিন্দুদের মন্দিরে প্রবেশের রাস্তা করে দেন বলেও অভিযোগ করা হয়।
7/8
পাশাপাশি সারা আলি খান-কে কে বা কারা মন্দিরে প্রবেশ করানোর অনুমতি করে দিলেন, সে বিষয়েও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে কাশী বিকাশ সিমিতি।
8/8
প্রসঙ্গত, আগামী ছবি আংরঙ্গি রে-র শ্যুটিংয়ের জন্য সম্প্রতি বেনারসে যান সারা আলি খান। সেখানে গিয়ে মা অমৃতা সিংয়ের সঙ্গে পুজো দিতেও দেখা যায় সইফ-কন্যাকে। ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই সারাকে নিয়ে জোর বিতর্ক শুরু হয়ে যায়