সত মা করিনা কেমন, মুখ খুলে কী বললেন সইফের প্রথম পক্ষের মেয়ে সারা

Mar 06, 2020, 15:57 PM IST
1/9

কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখেন সারা আলি খান। এরপর সিম্বা, লভ আজকাল, কুলি নম্বর ওয়ানের একাধিক সিনেমায় অভিনয় করছেন তিনি। ফলে বি টাউনে পা রেখেই চটপট নিজের জায়গা পাকাপোক্ত করে নিতে শুরু করেছেন সারা আলি খান 

2/9

ঠাকুমা শর্মিলা ঠাকুর থেকে শুরু করে বাবা সইফ আলি খান কিংবা মা অমৃতা সিং, প্রত্যেকেই বলিউডের তাবড় অভিনেতা। তারকা পরিবারের সন্তান হওয়ায় তিনি কি কখনও বলিউডে বাড়তি কোনও সুবিধা পেয়েছেন! সম্প্রতি এমনই প্রশ্ন করা হয় সারা খানকে।

3/9

যার উত্তরে সারা আলি খান বলেন, তাঁর কখনো মনেই হয়নি যে তারকা পরিবারের সন্তান তিনি। বাবা সইফ আলি খান সব সময় তাঁর পড়াশোনার দিকে নজর দিয়েছেন। স্কুলে যাওয়া থেকে শুরু করে পরীক্ষার ফল কেমন হচ্ছে, সব সময় সেদিকে খেয়াল রেখেছেন সইফ 

4/9

মা অমৃতা সিং তাঁর জীবনের সবকিছু। সব সময় মুখ বুজে সব সময় কাজ করে গিয়েছেন। কোনও কথা না বলে কাজ করে যাওয়াই অমৃতার জীবনের মূল মন্ত্র বলেও উল্লেখ করেন সারা আলি খান 

5/9

এসবের পাশাপাশি সত মা করিনা কাপুর খানকে নিয়েও প্রশ্ন করা হয় সারাকে

6/9

সত মায়ের সম্পর্কে প্রশ্ন করা হলে সারা বলেন, করিনাকে পছন্দ করেন তিনি। করিনার কাজের প্রশংসা করতেই হবে সবাইকে।

7/9

করিনা এমন একজন মানুষ, যিনি কাজকেই তাঁর নিজের জীবন বলে মনে করেন। কাজ ছাড়া করিনা কাপুরের জীবনে অন্য কিছু নেই বলেও মন্তব্য করেন সারা আলি খান 

8/9

প্রসঙ্গত, এই প্রথম নয় যখন করিনার সম্পর্কে প্রশংসা করলেন সারা, এর আগেও বহুবার সত মায়ের সম্পর্কে প্রশংসা শোনা যায় সইফ-কন্যার গলায়

9/9

সম্প্রতি সারা ব্যস্ত কুলি নম্বর ওয়ানের রিমেকের শ্যুটিংয়ে। এই সিনেমায় বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি