1/6
রিজার্ভ ব্যাঙ্কের উদ্বৃত্ত অর্থকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে চেয়েছে সরকার। আর সেই নিয়েই আরবিআইয়ের সঙ্গে অর্থমন্ত্রকের সংঘাতের সূত্রপাত। সেই সংঘাতের কারণেই আরবিআই গভর্নরের পদ থেকে উর্জিত প্যাটেল ইস্তফা দিলেন বলে খবর। যদিও ইস্তফাপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন সদ্য প্রাক্তন গভর্নর। এবার প্রশ্ন কে হবেন উর্জিতের উত্তরসূরী?
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
6/6
শোনা যাচ্ছে, উর্জিত প্যাটেলের জায়গায় আনা হতে পারে শক্তিকান্ত দাসকে। কে শক্তিকান্ত দাস? তামিলনাড়ুর ক্যাডার, আইএএস অফিসার শক্তিকান্ত দাস দেশের রাজস্ব সচিবে দায়িত্বে ছিলেন। সদ্য জি-২০ সম্মেলনে শেরপাও হন। নোটবন্দির সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শক্তিকান্ত। সবচেয়ে বড় ব্যাপার প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত পাত্র।
photos