চালক হলেন ইমরান, মোদীকে চটালেন না সৌদির যুবরাজ, করলেন এই কাজ
Feb 19, 2019, 22:59 PM IST
1/6
সৌদির যুবরাজের আতিথেয়তায় খামতি রাখেনি পাক সরকার। তা সত্ত্বেও ভারতকে চটাল না এককালে পাকিস্তানের 'স্বাভাবিক বন্ধু' সৌদি আরব।
2/6
সৌদির যুবরাজকে খুশি করতে নিজে গাড়ি চালিয়ে তাঁকে বাসভবনে নিয়ে গিয়েছিলেন খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে চলছে মস্করা।
photos
TRENDING NOW
3/6
সৌদির যুবরাজের অভ্যর্থনায় বিদেশি গাড়ি ভাড়া করেছিল পাক সরকার। তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হয়।
4/6
তাত্পর্যপূর্ণভাবে পাকিস্তানের গুণগান গাইলেও ভারতকে চটালেন না সৌদির যুবরাজ। পড়শি দেশ থেকে সোজা ভারতে পা রাখেননি তিনি। পাছে গোঁসা করে ভারত সরকার।
5/6
পাকিস্তান থেকে সৌদির যুবরাজের বিমান ফিরে যায় রিয়াধে। সেখান থেকে ফের ভারতে আসেন সলমন। পাকিস্তান থেকে সোজাসুজি এদেশে আসলে ভারত সরকারের গোঁসা হওয়াটা স্বাভাবিক ছিল। সেটা মাথায় রেখেই পাকিস্তান থেকে দেশে ফিরে যান সৌদির যুবরাজ, মত কূটনৈতিক মহলের একাংশের।
6/6
সাংবাদিক বৈঠকে সৌদির যুবরাজ বলেছিলেন, ''দু’দেশেই সন্ত্রাসবাদ সমস্যায় জর্জরিত। শান্তিপূর্ণভাবে মতানৈক্য দূরে সরিয়ে মোকাবিলা করতে হবে''।