SAvsIND: বৃষ্টির জন্য বক্সিং ডে টেস্ট নিয়ে আশঙ্কা, ছবিতে দেখে নিন Team India-র অনুশীলন
সেঞ্চুরিয়ানের আবহাওয়া মন্দ হলেও নিবিড় অনুশীলনে ব্যস্ত ভারতীয় দল।
নিজস্ব প্রতিবেদন: দুই দলের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। এ বার অপেক্ষাকৃত দুর্বল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম বার টেস্ট সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া। তবে ইতিহাস গড়ার প্রথম ধাপেই বড় বাধা আসার আশঙ্কা তৈরি হল। কারণ বৃষ্টি ও মন্দ আবহাওয়া বক্সিং ডে টেস্টের প্রথম দিন বাধা হয়ে দাঁড়াতে পারে। সেঞ্চুরিয়ানের হাওয়া অফিস থেকে তেমন খবরই পাওয়া যাচ্ছে। তবে প্রস্তুতির কোনও খামতি রাখতে চাইছে না কোহলিবাহিনী। অধিনায়ক থেকে দলের প্রতিটি সদস্য নিজেকে নিংড়ে দিচ্ছেন।
1/7
সেঞ্চুরিয়ানের আকাশ অন্ধকার
গত কয়েক দিন সুপারস্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ানের সেন্টার পিচে অনুশীলন করছে ভারতীয় দল। তবে একই সঙ্গে রয়েছে বৃষ্টির আশঙ্কা। সেই জন্য বক্সিং ডে টেস্টের প্রথম দিনের খেলার বেশিরভাগ সময় নষ্ট হতে পারে। এ দিকে খেলার বাকি চার দিন বৃষ্টি না হলেও পরবর্তী চার দিন সন্ধেবেলা থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দক্ষিণ আফ্রিকার আবহাওয়া দপ্তর। ফলে এই টেস্টের বাকি চার দিনের প্রথম সেশনে আসতে পারে বাধা। তাই সেই সময় সেঞ্চুরিয়ন পেসারদের স্বর্গরাজ্য হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
2/7
ব্যাটিং সাধনায় মগ্ন বিরাট
photos
TRENDING NOW
3/7
কাছাকাছি কোচ ও অধিনায়ক
4/7
কেএল রাহুলের সঙ্গে আড্ডায় শ্রেয়স
5/7
তৈরি থাকছেন ইশান্ত শর্মা
6/7
নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মহম্মদ সিরাজ
7/7
অলরাউন্ডার শার্দূল ঠাকুরে ভরসা
photos