SAvsIND: ছবিতে দেখুন, সিরিজ জয়ের লক্ষ্যে পয়া জোহানেসবার্গে Team India-র অনুশীলন

সিরিজ জয় করে ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নেমে পড়ল টিম ইন্ডিয়া। 

Jan 02, 2022, 10:45 AM IST

সব্যসাচী বাগচী: ২০১৭-১৮ মরশুমে টেস্ট সিরিজ ১-২ ব্যবধানে হারলেও, এই জোহানেসবার্গ দিয়েছিল আলাদা স্বীকৃতি। জসপ্রীত বুমরা ও মহম্মদ শামির দাপটে ৬৩ রানে শেষ বার এই মাঠেই টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। ৩ জানুয়ারি সেই পয়া মাঠেই এ বার সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বিরাট কোহলির দল। নতুন বছর উদযাপন করেই মাঠে নেমে পড়ল কোহলিবাহিনী। কেমন হল ভারতীয় দলের অনুশীলন? দেখে নেওয়া যাক। 

1/11

বিরাটের ব্যাটিং সাধনা (ছবি: বিসিসিআই)

Virat Kohli

গত টেস্টের দুই ইনিংসে অফ স্টাম্পের বাইরের বলকে তাড়া করতে গিয়ে আউট হয়েছেন। অবিকল একই ভাবে। সেই ভুল শুধরে নতুন বছর নতুন শুরুর অপেক্ষায় টেস্ট দলের অধিনায়ক।   

2/11

খোশমেজাজে সহ অধিনায়ক কেএল রাহুল (ছবি: বিসিসিআই)

KL Rahul

প্রথম টেস্টের প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে দুরন্ত ১২৩ রান। দারুণ ছন্দে রয়েছেন এই ওপেনার। ব্যাটে রান, তাই মেজাজটাও একেবারে ফুরফুরে রয়েছে। 

3/11

বড় রানের খোঁজে ময়ঙ্ক আগরওয়াল (ছবি: বিসিসিআই)

Mayank Agarwal

সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৬০। ভরসা দিয়েছেন শিবিরকে। তবে ময়ঙ্ক যে আরও বড় রানের খোঁজে রয়েছেন। হাসি মুখে চাপ কাটানোর চেষ্টায় এই ওপেনার। 

4/11

রাহুল স্যরের ক্লাসে (ছবি: বিসিসিআই)

KL and Mayank with Rahul Dravid

প্রথম টেস্টেই কেএল রাহুল-ময়ঙ্ক আগরওয়াল ওপেনিং জুটি সুপার হিট। এ বার সিরিজ জিততে হবে। তাই হেড কোচ রাহুল দ্রাবিড়ের ক্লাসে বাধ্য ছাত্রের মতো কথা শুনেছেন দুই ওপেনার। 

5/11

চেতেশ্বর পূজারার সামনে কঠিন লড়াই (ছবি: বিসিসিআই)

Pujara batting

এই ব্যাটিং লাইন আপের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার। কিন্তু গত অস্ট্রেলিয়া সিরিজের পর থেকে 'চে পূজারা'র ব্যাট শান্ত। দক্ষিণ আফ্রিকার সর্বকালের দুর্বল পেস বাহিনীর সামনে রানের খোঁজে তিনিও। সেটা না হলে যে মুখ্য নির্বাচকরা ভাবনাচিন্তা শুরু করে দেবেন। 

6/11

দৃঢ় প্রতিজ্ঞ অজিঙ্কা রাহানে (ছবি: বিসিসিআই)

Ajinkya Rahane

গত টেস্টে কোহলি ও পূজারার মতো তিনিও বড় রান পাননি। তবে সেঞ্চুরিয়ানের দুই ইনিংসে 'জিঙ্কস' যথেস্ট ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাট করেছেন। ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস। সেটা সম্বল করে ফের একবার পয়া জোহানেসবার্গে রান করতে চাইছেন। আর তাগিদ বাড়ানোর জন্য গত সফরে এই মাঠে করা লড়াকু ৪৭ রান তো আছেই।   

7/11

নিজেকে তৈরি রাখছেন শ্রেয়স আইয়ার (ছবি: বিসিসিআই)

Shreyas Iyer batting

পুরো ছন্দে না থাকলেও পূজারা ও রাহানের প্রতি এখনও আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তাই শ্রেয়সের প্রথম একাদশে জায়গা পাওয়া বেশ কঠিন। তবুও ক্রিকেট তো ঘোর অনিশ্চয়তার খেলা। তাই নিজেকে তৈরি রাখছেন শ্রেয়স। 

8/11

হনুমার বিহারীর সামনে অন্য লড়াই (ছবি: বিসিসিআই)

Hanuma Vihari batting at nets

গত অস্ট্রেলিয়া সফরে তাঁর ব্যাটের উপর ভর করে সিডনি টেস্ট ড্র করেছিল ভারত। এরপর থেকে চোট ও মন্দ কপাল এই মিডল অর্ডার ব্যাটারকে তাড়া করে বেরিয়েছে। চলতি সিরিজেও তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। তবুও নিজেকে তৈরি রাখছেন হনুমা। 

9/11

লড়াইয়ের আর এক নাম ঋদ্ধি (ছবি: বিসিসিআই)

Wriddhiman Saha at net

প্রথম টেস্টে ঋষভ পন্থ ব্যাট আহামরি কিছু করতে পারেননি। উইকেটের পিছনে দাঁড়িয়ে কয়েকটা ক্যাচ ফেলেছেন। তবুও অধিনায়ক কোহলির কাছে তিনিই 'ফার্স্ট চয়েস'। ঋদ্ধিমান সাহা পুরো পরিস্থিতি জানেন। তবুও ফের সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করার অপেক্ষায় 'সুপারম্যান'। 

10/11

ক্যাচেস উইন ম্যাচেস (ছবি: বিসিসিআই)

Cheteshwar Pujara slip catch practice

স্লিপে তিনি অনবদ্য। তবুও দ্বিতীয় টেস্টে নামার আগে নিজেকে ফের একবার ঝালিয়ে নিচ্ছেন পূজারা। 

11/11

পেসে শান দিচ্ছেন উমেশ যাদব (ছবি: বিসিসিআই)

Umesh Yadav

শামি, বুমরা, মহম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুরের দাপট বজায় রয়েছে। ফলে ইশান্ত শর্মা ও উমেশকে বাইরে বসতে হচ্ছে। যদিও 'বিদর্ভ এক্সপ্রেস' অনুশীলনে খামতি রাখতে চাইছেন না।