১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে এইসব এসবিআই গ্রাহকদের নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা!

Oct 13, 2018, 16:24 PM IST
1/7

s 7

s 7

এবছর ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা নাও পেতে পারেন স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা। তবে সবাই নয়।

2/7

s 6

s 6

যারা এখনও পর্যন্ত তাদের মোবাইল নম্বর রেজিস্টার করেননি তাদেরই নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা তুলে নেওয়া হবে। এমনটাই জানানো হয়েছে ব্যাঙ্কের অনলাইন পোর্টাল onlinesbi.com-এ।

3/7

S 5

S 5

ওয়েব সাইটে বলা হয়েছে ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে মোবাইল নম্বর রেজিস্টার করতে হবে। তা না করলে নেট ব্যাঙ্কিং ও এসএমএস অ্যালার্ট ও মেইল অ্যালার্ট বন্ধ হতে পারে।

4/7

S 4

S 4

কীভাবে জানবেন আপনার মোবাইল নম্বর রেজস্টার করা রয়েছে কি না? এর জন্য যেতে হবে onlinesbi.com সাইটে।

5/7

S 3

S 3

এবার লগ ইন ও পাসওয়ার্ড দিন। ক্লিক করুন 'My Account and Profile' ট্যাবে।

6/7

S 2

S 2

এবার ক্লিক করুন 'Profile' ট্যাবে। এরপর ক্লিক করতে হবে 'Personal Details/Mobile'-এ।

7/7

s 1

s 1

এবার প্রোফাইল পাসওয়ার্ড দিন। আগেই যদি মোবাইল নম্বর বা ই-মেইল আইডি দেওয়া থাকে তাহলে তা দেখতে পাবেন।