দেশের জিডিপি নেমে যাচ্ছে ৫ শতাংশেরও নীচে, ভয়ঙ্কর পূর্বাভাস এসবিআই-এর

Nov 12, 2019, 22:50 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: অর্থনীতির অসুখ এবার ধরা পড়ল স্টেট ব্যাঙ্কের রিপোর্টেও। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার নেমে দাঁড়াবে ৫ শতাংশের নীচে। ৪ শতাংশের কাছাকাছি। প্রথম তিন মাসে জিডিপি ছিল ৫ শতাংশ।

2/5

দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাঙ্কের পূর্বাভাস,চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার নেমে দাঁড়াবে ৪.২ শতাংশে।

3/5

গাড়ি বিক্রি ক্রমহ্রাসমান, শিল্পোত্‍পাদন নিম্নমুখী ও পরিকাঠামো-নির্মাণ ক্ষেত্রে বিনিয়োগের আকাল  আর্থিক বৃদ্ধির হারকে আরও কমিয়ে দেবে বলে মনে করছে এসবিআই।

4/5

গত সেপ্টেম্বরে শিল্পোত্‍পাদনের হার ইতিমধ্যেই বাড়ার বদলে ৪.৩ শতাংশ সংকুচিত হয়েছে। যা গত ৮ বছরে সর্বনিম্ন।

5/5

এর আগে আইএমএফ, রিজার্ভ ব্যাঙ্ক চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির সম্ভাব্য হার কমিয়ে ৬.১ শতাংশ করেছিল। স্টেট ব্যাঙ্কের পূর্বাভাস, তা আরও নেমে দাঁড়াবে। গত অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.১২ শতাংশ।