লকডাউনের জেরে ব্যাহত বিমান পরিষেবা, টিকিটের মূল্য কি ফেরত মিলবে! জেনে নিন

Apr 27, 2020, 19:44 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: লকডাউনে বন্ধ উড়ান পরিষেবা। এবার লকডাউনের জেরে বাতিল বিমানগুলির টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়ার জন্য অসামরিক বিমানমন্ত্রককে নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। তিন সদস্যের বেঞ্চে ছিলেন বিচারপতি এনভি রামন, বিচারপতি সঞ্জয় কিসন কৌল ও বিচারপতি বিআর গভাই।  

2/5

একটি বেসরকারি সংস্থা প্রবাসী লিগাল সেলের দায়ের করা পিটিশনের শুনানি দিতে গিয়েই এমন নির্দেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। তাঁদের বক্তব্য ছিল, এয়ারলাইনসগুলি সম্পূর্ণ টাকা ফেরত না দিয়ে এক বছরের ক্রেডিট সেল দিচ্ছিল। যা নিয়ম বহির্ভূত।  

3/5

তাই অসামরিক বিমানমন্ত্রক দফতরের  পাশাপাশি ওই দফতরের কার্যকরী প্রধানেরও দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।

4/5

ক্রেডিট কার্ড ও নগদ দুই ক্ষেত্রেই যত শীঘ্র সম্ভব টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। ক্রেডিট কার্ডে অর্থ প্রদানের জন্য ৭ দিনের সময়কালও বেঁধে দেওয়া হয়েছে।  

5/5

এমনকি নির্দেশাজ্ঞায় বলা হয়েছে যেকোনও সময়ে টিকিট কাটা হোক না কেন, যদি সেই উড়ান লকডাউনের জন্য ব্যাহত হয় তার টাকাও সম্পূর্ণ ফেরত দিয়ে দিতে হবে।