Sealdaha | Train Service: সিগন্যাল বিভ্রাট থেকে অবরোধ, শিয়ালদহ ডিভিশনে আজও চূড়ান্ত ট্রেন দুর্ভোগ...

SUDESHNA PAUL Thu, 01 Aug 2024-11:57 am,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃষ্টি বিঘ্নিত বৃহস্পতিবারে একদিকে সিগন্যাল বিভ্রাট, অন্যদিকে রেল অবরোধ, শিয়ালদহ ডিভিশনের উত্তর থেকে দক্ষিণ, আজও ট্রেন দুর্ভোগে হয়রানির শিকার যাত্রীরা।

 

সিগন্যালিংয়ের সমস্যার জেরে এদিন বনগাঁ-শিয়ালদহ শাখায় ব্যাহত হয় ট্রেন পরিষেবা। বনগাঁ স্টেশন থেকে সকাল সাড়ে ৭টার পর আর কোনও ট্রেন শিয়ালদহের উদ্দেশে রওনা দিতে পারে না। 

 

প্রায় ঘণ্টা ২-৩ ঘণ্টা পরিষেবা ব্যাহত থাকার পর শেষে বনগাঁ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু খুব ধীর গতিতে চলছে ট্রেন।

 

ওদিকে কালকে ৫ ঘণ্টা অবরোধের পর, আজ আবার সকাল থেকে ডায়মন্ড হারবারে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। ১০টা থেকে শুরু হয় অবরোধ। 

 

এক ঘণ্টা ধরে চলে এই অবরোধ। যদিও রেলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, বিনা কারণে এই অবরোধ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link