সল্টলেক সেক্টর ফাইভের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, কাজ করল না অগ্নিনির্বাপন যন্ত্র

Jun 07, 2020, 23:16 PM IST
1/6

রাতের শহরে ফের  ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার রাতে সেক্টর ফাইভের ওয়েবেলের কাছে শৈল টাওয়ারে আগুন লাগে। মনে করা হচ্ছে, এই বহুতলের নীচে একটি রেস্তোরাঁ রয়েছে, সেখান থেকেই আগুন ছড়িয়েছে। 

2/6

তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। 

3/6

উল্লেখ্য, আমফানের পরবর্তীতে এলাকার অবস্থা খারাপ ছিল। সেদিনের পর থেকেই বহু লাইট পোস্ট ভেঙে পড়ে রয়েছে রাস্তায়, জট পাকিয়ে রয়েছে ইলেক্ট্রিকের তারও। সম্ভবত এদিন ঝড়-বৃষ্টির কারণেই বিপত্তি ঘটে।  

4/6

যদিও রবিবার হওয়ায় সেক্টর ফাইভের এই এলাকা ফাঁকা থাকায় বড় বিপর্যয় এড়ানো গিয়েছে। তবে ক্ষয়ক্ষতি কতটা তা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

5/6

জানা গিয়েছে, এই বহুতলের ভিতরের অগ্নিনির্বাপন যন্ত্রগুলি ঠিক সময়ে কাজ করেনি। পাশাপাশি লকডাউনের রবিবারে বহুতল বন্ধ থাকায় ভেতরে ঢুকতে বেগ পেতে হয় দমকল কর্মী এবং এলাকাবাসীদের।   

6/6

গতকাল থেকেই খুলছে রেস্তোরাঁ এবং শপিং মল। আর তার ঠিক আগেই এধরণের বিপত্তি কার্যত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।