প্রত্যাশামতোই উন্মোচিত স্যামসাঙের প্রথম ফোল্ডেবল ফোন, কেমন দেখতে?

Nov 11, 2018, 17:07 PM IST
1/11

স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব

samsung_11

প্রত্যাশামতোই সান ফ্রান্সিসকোয় ফোল্ডেবল ফোনের উন্মোচন করল স্যামসাং।

2/11

স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব

samsung_10

 ট্যাবলেটের আকারে ফোনটি ঢুকে যেতে পারে পকেটেই।

3/11

স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব

samsung_9

দিন কয়েক আগেই ফোল্ডেবল স্মার্টফোনের সংকেত দিয়েছিল স্যামসাং।

4/11

স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব

samsung_8

 সংস্থার ট্যাগলাইন ‘Where Now Meets the Next’, বাংলায় অর্থ বর্তমানের সঙ্গে আগামীর সাক্ষাত্'।

5/11

স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব

samsung_7

মার্কিন যুক্তরাষ্ট্রে স্যামসাং ইলেকট্রনিকের পণ্য বিপণন ও কৌশলের সহ-সভাপতি জাস্টিন ডেনিসন ফোল্ডেবল ফোন উন্মোচন করেন।

6/11

স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব

samsung_6

জাস্টিন ডেনিসন জানিয়েছেন, ৭.৩ ইঞ্চির ফোনটি ফোল্ড করা যাবে।

7/11

স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব

samsung_5

তবে ফোনটি স্পর্শ করার অনুমতি কাউকে দেওয়া হয়নি। 

8/11

স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব

samsung_4

কয়েক মাসের মধ্যেই ফোল্ডেবল ফোনের নির্মাণ শুরু হয়ে যাবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং।    

9/11

স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব

samsung_3

শোনা যাচ্ছে, স্যামসাঙের ফোল্ডেবল ফোনেক দাম হতে পারে প্রায় ১৫০০ ডলার। ভারতীয় মুদ্রায় লাখ টাকার ফোন। 

10/11

স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব

samsung_2

২০১৯ সালের মাঝামাঝি ৫জি প্রযুক্তির ফোল্ডেবল ফোন বাজারে আনার ঘোষণা করেছে হুয়েই। 

11/11

স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব

samsung_1

ডিসপ্লে নির্মাণকারী একটি চিনা সংস্থা রয়োলের অ্যান্ড্রয়েড ফোল্ডেবল ফোন আত্মপ্রকাশ করেছে। দাম প্রায় ১৩০০ মার্কিন ডলার।