SER Trains Rescheduled: ফের দক্ষিণ-পূর্ব রেলে ট্রেনের সময়সূচি বদল! দিঘার ট্রেন কখন? কোনও ট্রেন কি বাতিল?

SER Trains Rescheduled: সাউথ-ইস্টার্ন তথা দক্ষিণ-পূর্ব রেলে ফের সময়সূচি বদলের ঘোষণা। এ অবশ্য গত কয়েকমাস ধরে লেগেই রয়েছে।

| Aug 14, 2024, 11:23 AM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাউথ-ইস্টার্ন তথা দক্ষিণ-পূর্ব রেলে ফের সময়সূচি বদলের ঘোষণা। এ অবশ্য গত কয়েকমাস ধরে লেগেই রয়েছে। সংশ্লিষ্ট নিত্যযাত্রীদের একাংশের মত, বিরক্ত হতে-হতে তা-ও যেন গা-সওয়া হয়ে গিয়েছে তাঁদের। তাঁরা যেন এখন ধরেই নেন, এই লাইনে ট্রেন ঠিক-ঠাক চলবে না!   

1/6

হাওড়া-বরবিল

১২০২১ হাওড়া-বরবিল জন শতাব্দী এক্সপ্রেস আজ, ১৪ অগাস্ট, বুধবার হাওড়া থেকে সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল। সেটা ছাড়ল তিন ঘণ্টা লেটে, ৯টা ২০ মিনিটে। (তথ্য: অয়ন ঘোষাল)

2/6

হাওড়া-দিঘা তাম্রলিপ্ত

আজ ১২৮৫৭ হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সকাল পৌনে সাতটায়। ট্রেনটি ছাড়বে আর কিছুক্ষণ পরে, ১১টা ১৫ মিনিটে। (তথ্য: অয়ন ঘোষাল)

3/6

দিঘা-হাওড়া তাম্রলিপ্ত

১২৮৫৮ দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস আজ দিঘা থেকে ছাড়ার কথা ছিল ১০টা ৩৫ মিনিটে। ট্রেনটি ছাড়বে বেলা ৩টে ০৫ মিনিটে। (তথ্য: অয়ন ঘোষাল)

4/6

হাওড়া-দিঘা কাণ্ডারী

২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস হাওড়া থেকে আজ ছাড়ার কথা ছিল দুপুর ২টো ২৫ মিনিটে। ছাড়বে সন্ধে ৬টা ৫৫ মিনিটে। (তথ্য: অয়ন ঘোষাল)

5/6

দিঘা-হাওড়া কাণ্ডারী​

২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেসের আজ দিঘা ছাড়ার কথা ছিল সন্ধে ৬টা ২৫ মিনিটে। ট্রেনটি ছাড়বে রাত ১০টা ৫৫ মিনিটে। (তথ্য: অয়ন ঘোষাল)

6/6

লিংক রেক

রেলের তরফে নোটিস দিয়ে জানানো হয়েছে, ট্রেনগুলির এই সময়সূচির বদল ঘটেছে লিংক রেক দেরিতে চলার এবং যথাস্থানে দেরিতে এসে পৌঁছনোর কারণে। (তথ্য: অয়ন ঘোষাল)