আরও এক কঠিন রোগের Vaccine তৈরি দেশেই, সামনের সপ্তাহ থেকে ভারতের বাজারে

Dec 24, 2020, 14:02 PM IST
1/6

আরও একটি কঠিন রোগের ভ্যাকসিন আবিষ্কার করল ভারত। ফলে বিদেশী সংস্থার উপর নির্ভরশীলতা কমল। এবার থেকে নিউমোনিয়ার ভ্যাকসিন তুলনামূলক সস্তায় মিলবে।

2/6

Serum Institute of India নিউমোনিয়া রোধের ভ্যাকসিন আবিষ্কার করেছে। এতদিন এই ভ্যাকসিন-এর জন্য Pfizer ও GlaxoSmithKline নামের দুটি বিদেশী সংস্থার উপর নির্ভর করতে হত আমাদের।

3/6

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড.হর্ষবর্ধন এই ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা করবেন আনুষ্ঠানিকভাবে। সামনের সপ্তাহেই এই ভ্যাকসিন ভারতের বাজারে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।  

4/6

তিনটি ক্লিনিকাল ট্রায়াল-এর পর Pneumococcal Polysaccharide Conjugate vaccine-এর অনুমোদন মিলেছে।  

5/6

পাঁচ বছরের কমবয়সী অন্তত এক লাখ শিশু এদেশে প্রতি বছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। বলছে UNICEF-এর তথ্য। তাই নিউমোনিয়া রোধে স্বাস্থ্য দফতর গত কয়েক বছর ধরেই তত্পর। 

6/6

এতদিন পর্যন্ত নিউমোনিয়ার ভ্যাকসিন বিদেশি সংস্থাগুলির থেকে কিনতে হত কেন্দ্রীয় সরকারকে। তবে এবার দেশে উত্পাদিত ভ্যাকসিন খরচ অনেকটা কমিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।